5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাকি বিশ্ব

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৪ দেশের ওপর সিঙ্গাপুরের ভ্রমণ নিষেধাজ্ঞা

দক্ষিণ এশিয়ার করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশসহ ৪ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সিঙ্গাপুর। শুক্রবার (৩০ এপ্রিল) পূর্ব সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নেওয়ার কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, আগামী ২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানা যায়। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান বা শ্রীলঙ্কায় সাম্প্রতিক সময়ে সফরের ইতিহাস আছে এমন সকল আগমনকারীকে নিজ দেশে প্রবেশ করতে দেবে না সিঙ্গাপুর।

 

দীর্ঘমেয়াদি ভিসা প্রাপ্ত ও স্বল্প মেয়াদে সফরকারী উভয় ধরনের ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে এখন পর্যন্ত এশিয়ায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারতের সফরকারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর।

 

৩০ এপ্রিল ২০২১
সূত্র: ইত্তেফাক

আরো পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হচ্ছে দ্রুতগতিতে পারকিনসন্স রোগ শনাক্তে

ভারতে মুসলিমদের চিহ্নিত করার চেষ্টাঃ খাবারের দোকানে বিক্রেতার নাম লেখার নির্দেশ

ভারতে দিন দিন বাড়ছে গরুর মাংস খাওয়ার প্রবণতা