বাংলাদেশের আটটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিধিত্বকারী নারী উদ্যোক্তারা যুক্তরাজ্যে একটি বাণিজ্য মিশন পরিচালনা করতে যাচ্ছেন।
বিভিন্ন পেশাগত পটভূমি থেকে আসা অনুপ্রেরণাদায়ী এই বাংলাদেশি নারী উদ্যোক্তারা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে একটি বাণিজ্য মিশন পরিচালনা করবেন, যা যুক্তরাজ্য সরকারের SheTrades Programme-এর সহায়তায় অনুষ্ঠিত হবে। সফরকালে তারা তাদের ব্যবসা প্রদর্শন, বিনিয়োগকারীদের সাথে সাক্ষাৎ এবং নতুন সম্ভাবনাময় ক্ষেত্রগুলো অনুসন্ধান করবেন।
এই সফরে তারা যুক্তরাজ্যের বিনিয়োগকারী, নীতিনির্ধারক এবং কর্পোরেট নির্বাহীদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন। এছাড়া যুক্তরাজ্যের Developing Countries Trading Scheme (DCTS)-এর আওতায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবেন। DCTS হলো যুক্তরাজ্যের একটি উদার বাণিজ্য সুবিধা, যা বাংলাদেশকে অস্ত্র ব্যতীত সকল পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্যের সুযোগ দেয়। এই স্কিমের মাধ্যমে বাংলাদেশ প্রতি বছর যুক্তরাজ্যে রপ্তানির ক্ষেত্রে শুল্ক বাবদ প্রায় ৩১৭ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে পারে, যা DCTS-এর আওতাভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ৩ ফেব্রুয়ারি তার বাসভবনে এই নারী উদ্যোক্তাদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে তিনি তাদের যুক্তরাজ্য যাত্রার জন্য শুভেচ্ছা জানান।
International Trade Centre এই উদ্যোগটি বাস্তবায়ন করছে, যার মাধ্যমে এশিয়ার চারটি দেশ (বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মঙ্গোলিয়া) এবং আফ্রিকার ছয়টি দেশ (ঘানা, নাইজেরিয়া, রুয়ান্ডা, কেনিয়া, জিম্বাবুয়ে, মোজাম্বিক)-এর ৫০টি নারী-নেতৃত্বাধীন প্রতিষ্ঠান ১১ ফেব্রুয়ারিতে ম্যানচেস্টারে যুক্তরাজ্যের কোম্পানিগুলোর সাথে ব্যবসা-বাণিজ্য বিষয়ক (B2B) বৈঠকে অংশ নেবে।
তাজা ও প্রক্রিয়াজাত খাদ্য, টেক্সটাইল ও পোশাক, হস্তশিল্প, সৌন্দর্য, তথ্যপ্রযুক্তি এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে নারী-নেতৃত্বাধীন কোম্পানিগুলো যুক্তরাজ্যের ক্রেতাদের সাথে বৈঠক করবে। যা তাদের সরবরাহ চেইন বৈচিত্র্যময় করা এবং পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করবে।
বাংলাদেশ থেকে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো:
TMSS ICT and Handicrafts
SuperTel
Opus Technology
Tarango Bangladesh
Parijat Bangladesh
TANIS Bangladesh
Leatherina
এই প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি ইতোমধ্যে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন অর্জন করেছে এবং বাকি তিনটি প্রতিষ্ঠানকে British Standard Institute (BSI) প্রয়োজনীয় স্বীকৃতি প্রদানে সহায়তা করছে।
এই মিশনটি Greater Manchester Chamber of Commerce-এর সহযোগিতায় আয়োজিত এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন তহবিলের মাধ্যমে SheTrades Commonwealth+ Programme-এর অংশ হিসেবে অর্থায়িত হচ্ছে। এছাড়াও London Chamber of Commerce & Industry, Greater Birmingham Chambers of Commerce, এবং West & North Yorkshire Chamber of Commerce এই ইভেন্টের সহায়তা করছে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন:
“বাংলাদেশি নারী উদ্যোক্তাদের এই অসাধারণ দলকে যুক্তরাজ্যে নতুন বাজার গড়ে তুলতে সহায়তা করতে পেরে যুক্তরাজ্য সরকার অত্যন্ত গর্বিত। তাদের উদ্ভাবনী শক্তি, দৃঢ়তা এবং উদ্যোক্তা মনোভাব বাংলাদেশের নারী-নেতৃত্বাধীন ব্যবসার বিশাল সম্ভাবনার প্রমাণ।”
“যেহেতু বাংলাদেশ ও যুক্তরাজ্য DCTS-এর মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ করছে, তাই যুক্তরাজ্য সবসময় একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে থাকবে। এই বাণিজ্য মিশন আমাদের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও দৃঢ় করবে।”
সূত্রঃ ইউকে ডট গভ
এম.কে
০৪ ফেব্রুয়ারি ২০২৫