3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাকি বিশ্ব

বাংলাদেশ এখন পাকিস্তানের বড় ভাই হয়ে যাবে: ভারতীয় মন্ত্রী

ভারতের বস্ত্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ এমন হাতে রয়েছে যে, দেশটি এখন ‘পাকিস্তানের বড় ভাই’ হয়ে যাবে। এর ফলে বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে দূরে সরে যাবে।

বুধবার ভারত মন্ডপমে ‘ভারত টেক্স ২০২৫’ এর পর্দা উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

বিজেপির এই নেতা বলেছেন, ‘বাংলাদেশের লাগাম এমন হাতে পড়েছে যে, তারা এখন পাকিস্তানের বড় ভাই হয়ে যাবে, ছোট থাকবে না। কোন বিনিয়োগকারী সেখানে যেতে চাইবে না ’

মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ভারতীয় বস্ত্র শিল্প বাংলাদেশ বা ভিয়েতনাম থেকে কোন চ্যালেঞ্জের সম্মুখীন নয়, কারণ ভারতের একটি বড় শ্রমবাজার রয়েছে। বাংলাদেশ পাকিস্তানের মতো হলে বিনিয়োগকারীরা সেখানে যাওয়ার আগে চিন্তা করবে।

বিতর্কিত মন্তব্য করার জন্য ‘বিখ্যাত’ উগ্রপন্থী নেতা গিরিরাজ সিং। বিশেষ করে মুসলিম বিদ্বেষী মন্তব্যের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। ২০২০ সালে তিনি বলেছিলেন, ‘আমাদের পূর্বসুরীদের একটা বড় ভুল হয়ে গিয়েছে। ১৯৪৭ সালে মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল।’ সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে তিনি উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সঙ্গে তুলনা করেছেন।

এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

ভারতের লোকসভায় ‘জয় শ্রীরাম’ স্লোগানের পর ‘আল্লাহু আকবার’

নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

বিশ্বে করোনায় একদিনে ১০ হাজারের বেশি মৃত্যু