4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বাখমুতে পিছু হটেছে ইউক্রেন বাহিনী : যুক্তরাজ্য

বাখমুতের যুদ্ধক্ষেত্রে  ইউক্রেনের সেনারা কিছু এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। শুক্রবার নতুন গোয়েন্দা তথ্যে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ গোয়েন্দা তথ্যে জানানো হয়েছে , হামলার মুখে ছেড়ে দিতে বাধ্য হওয়া কয়েকটি জায়গা থেকে ইউক্রেনীয় বাহিনী সেনা সরিয়ে নিয়েছে।

কিয়েভ জানায়, রুশ বাহিনী প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়েও ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ভেঙে দিতে চাইছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় এবং এর প্রধান ভাড়াটে সেনাদলের কথা উল্লেখ করে যুক্তরাজ্য বলেছে, রাশিয়া দোনেৎস্ক-ওব্লাস্ট শহর বাখমুতে নতুন করে তুমুল হামলা চালাচ্ছে। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় এবং ওয়াগনার গ্রুপের মধ্যে সহযোগিতা জোরদার হওয়ায় হামলা গতি পেয়েছে।

বাখমুতে কয়েকমাসের দীর্ঘ প্রাণঘাতী লড়াইয়ে রাশিয়ার হয়ে লড়ছে ওয়াগনার গ্রুপ। তবে ওয়াগনার বাহিনীর নেতা রুশ সামরিক বাহিনীর কাছ থেকে বেশি সাহায্য-সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন।

ব্রিটিশ গোয়েন্দা তথ্য বলছে, ইউক্রেইন বাহিনী এখনও বাখমুতের পশ্চিমাঞ্চলে প্রতিরক্ষা অবস্থান ধরে রেখেছে। তবে সেখানে তারা গত ৪৮ ঘন্টায় রাশিয়ার তুমুল গোলা হামলার শিকার হয়েছে।

আর রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার এখন বাখমুতের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হওয়ার লক্ষ্য নিয়েছে। তাদেরকে সহায়তা করছে রুশ প্যারাট্রুপাররা।

গত কয়েক মাস ধরে বাখমুত দখলের চেষ্টা করছে রাশিয়া। তাদের লক্ষ্য পুরো দোনেৎস্ক অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়া। বাখমুত দখল করতে পারলে সেই লক্ষ্যের অনেকটাই কাছে পৌঁছে যাবে রাশিয়া।

তাছাড়া, নগরীটি দখল করতে পারলে গত ৮ মাসের লড়াইয়ে এটিই হবে রাশিয়ার বড় জয়। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল দখলের জন্য একটি রুট চালু করা হবে বলে জানিয়েছে মস্কো।

ওদিকে, ইউক্রেন বাহিনী রুশ বাহিনীর ওপর পাল্টা আক্রমণ শানানোর প্রস্তুতি নিচ্ছে। ফেব্রুয়ারির শেষে তারা বাখমুত ছেড়ে সরে যেতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু মার্চে তারা সেখানে থেকে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

আরো পড়ুন

আরো ৫টি আফ্রিকান দেশে শরনার্থীদের স্থানান্তর পরিকল্পনা যুক্তরাজ্যের

পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

অনলাইন ডেস্ক

অবাধ ও অসতর্ক যৌনতায় যুক্তরাজ্যে বৃদ্ধি পাচ্ছে যৌনরোগ