13.5 C
London
September 16, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বাতিল হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’

ফাইল ফটো

এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাসা থেকে আর অফিসের কাজ করতে পারবেন না। এই করোনাভাইরাস মহামারির মধ্যে লকডাউন তুলে ৭৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দেয়া হয়েছিল।  সেই নিয়ম তুলে দিয়েছে সরকার। এখন আগের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে উপস্থিত থেকে তাদের দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশের গণমাধ্যমগুলোকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, নির্দেশনা পেয়ে অনেক মন্ত্রণালয় ইতোমধ্যে তারা মৌখিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে দিয়েছে বিষয়টি। বেশ কয়েকটি মন্ত্রণালয়ের শতভাগ কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক অফিস করছেন। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলোতেও সবাই একসঙ্গে অফিস করার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও বলেন, এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে। বাসায় থেকে কিংবা রোস্টারে কাজ করার আর কোনও সুযোগ নেই। তবে অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভবা কর্মকর্তারা অফিসে আসতে পারবেন না, সেটাও বলা হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খোলার পাশাপাশি গণপরিবহন চলাচালের অনুমতি দেয় সরকার। এরপর অফিস আর বন্ধ করা হয়নি।

৬ আগস্ট ২০২০

আরো পড়ুন

আমার গুলিতেই সিনহার মৃত্যু হয়: লিয়াকত

অনলাইন ডেস্ক

”ক্ষ” আসছে ঢাকায়

বাংলাদেশকে খেজুর উপহার দিল সৌদি আরব