7.4 C
London
December 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বায়োমেট্রিক কার্ডধারীদের এখনই ই-ভিসায় আবেদন করার অনুরোধ

আজ প্রকাশিত হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ৩০ লাখের বেশি মানুষ ইতোমধ্যে বায়োমেট্রিক অভিবাসন নথি ই-ভিসায় রূপান্তর করেছেন।

ই-ভিসা হলো সরকারের একটি ডিজিটাল ও কার্যকর সীমান্ত এবং অভিবাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বায়োমেট্রিক অভিবাসন নথির পরিবর্তে ডিজিটাল অভিবাসন অবস্থার প্রমাণ সরবরাহ করবে। ই-ভিসায় রুপান্তর অভিবাসন ব্যবস্থার নিরাপত্তা ও কার্যকারিতা বৃদ্ধি করবে বলে সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন।

৩১ ডিসেম্বর ২০২৪-এ বেশিরভাগ বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট (BRP) এবং বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড (BRC) মেয়াদোত্তীর্ণ হবে। যার কারণে মেয়াদোত্তীর্ণ হবার আগেই যুক্তরাজ্যে অভিবাসনের অধিকার প্রমাণে বায়োমেট্রিক নথি ব্যবহারকারীদের ই-ভিসার আবেদন করতে হবে।

ই-ভিসা সঠিকভাবে কাজ না করার কারণে, বিভিন্ন এয়ারলাইন এবং ক্যারিয়ারগুলোকে ৩১ ডিসেম্বর ২০২৪ বা এর পরের মেয়াদোত্তীর্ণ BRP এবং EU সেটেলমেন্ট স্কিম BRC প্রমাণ হিসেবে গ্রহণ করার অনুমতি দেওয়া হবে। এটি ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত প্রাথমিকভাবে কার্যকর থাকবে এবং এটি পর্যালোচনার আওতায় রাখা হবে। যাত্রীদের উপর এক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য থাকবে। কারও অভিবাসন অবস্থা যদি মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, তবে তাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

মাইগ্রেশন এবং সিটিজেনশিপ বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা এমপি বলেছেন:

“এটি অত্যন্ত উৎসাহজনক যে ইতোমধ্যে ৩১ লাখের বেশি মানুষ তাদের বায়োমেট্রিক নথি ই-ভিসায় রুপান্তর করেছেন এবং সুবিধা ব্যবহার করছেন। যারা এখনও ই-ভিসায় রূপান্তর করেননি, তাদের জন্য বিস্তৃত নির্দেশিকা ও সহায়তা প্রদান করা হচ্ছে।

আমি ভিসাধারী, স্টেকহোল্ডার এবং এমপিদের মতামত শুনেছি এবং রূপান্তর নিশ্চিত করতে ক্রমাগত আমাদের পদ্ধতি উন্নত করছি।

এর অংশ হিসেবে, আমি আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য আরও মসৃণ রূপান্তর নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ নথি গ্রহণে ক্যারিয়ারদের জন্য আরও বেশি নমনীয়তার ঘোষণা দিতে পেরে আনন্দিত।”

এই সরকার ই-ভিসায় রূপান্তর প্রক্রিয়া সকলের জন্য যতটা সম্ভব সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যে উদ্বেগ গুলো উঠেছে তা শুনে, হোম অফিস ইতোমধ্যে গ্রাহকদের জন্য প্রক্রিয়া দ্রুত উন্নত করতে এবং সমস্যা সমাধান করতে কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে পুরনো কাগজের নথি ব্যবহারের পদ্ধতি সরলীকরণ, ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য সহায়তা পরিষেবা বৃদ্ধি এবং এয়ারলাইনগুলোকে ভ্রমণ অনুমতি স্বয়ংক্রিয়ভাবে যাচাই করার সক্ষমতা দেওয়া।

যারা এখনও রূপান্তর করেননি, তাদের বছরের শেষের আগেই ই-ভিসার সুবিধা গ্রহণ করতে উৎসাহিত করা হচ্ছে। এর মাধ্যমে তারা সেই লক্ষ লক্ষ মানুষের দলে যোগ দেবেন – যার মধ্যে সব EU সেটেলমেন্ট স্কিম (EUSS) অবস্থাধারীও অন্তর্ভুক্ত – যারা ইতোমধ্যেই ই-ভিসা ব্যবহার করছেন। এর মধ্যে রয়েছে এমন অভিভাবকরা, যাদের সন্তান BRP ব্যবহার করে; তাদের সন্তানদের পক্ষে পদক্ষেপ নেওয়া উচিত।

যারা অনির্দিষ্ট সময়ের জন্য থাকার অনুমতি (Indefinite Leave to Remain) পেয়েছেন এবং তাদের অধিকারের প্রমাণ হিসেবে পাসপোর্টে সিল ব্যবহার করেন, তারা তাদের বর্তমান নথি আগের মতোই ব্যবহার করতে পারবেন। তবে তাদের ই-ভিসার সুবিধা গ্রহণের জন্য একটি ‘No Time Limit’ আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ই-ভিসায় রূপান্তর করা সহজ এবং বিনামূল্যে, যা আরও বেশি সুবিধা প্রদান করে। একটি ই-ভিসা হারানো, চুরি বা নকল করা সম্ভব নয় এবং এটি ভিসাধারীদের তাদের অভিবাসনের অধিকার তাৎক্ষণিকভাবে এবং নিরাপদে প্রমাণ করার সুযোগ দেয়। রূপান্তর করা কারও বর্তমান অধিকার বা অভিবাসন অবস্থার কোনো পরিবর্তন, প্রভাব বা অপসারণ করবে না।

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে
০৬ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নিউজিল্যান্ড

লন্ডনে মেয়র হলেন মৌলভীবাজারের জোৎস্না

ব্রেক্সিটে স্বস্তিতে নেই ঋষি সুনাক