TV3 BANGLA
আন্তর্জাতিক

বারগ্যান্ডি রংয়ের ব্রিটিশ পাসপোর্ট দিয়ে কি ভ্রমণ করা যায়?

হলিডে বুকিং করার পূর্বে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট ও নিয়মনীতি সম্পর্কে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়ার পর থেকে ব্রিটিশ পাসপোর্ট পরিবর্তিত হয়েছে। অনেকে এখনও ভাবছেন পুরানো বারগ্যান্ডি রংয়ের পাসপোর্ট হয়ত ভ্রমণের জন্য ব্যবহার করা নাও যেতে পারে।

বারগ্যান্ডি পাসপোর্ট এখন ভ্রমণের জন্য বৈধ না হলেও ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। যদি পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ না হয় তাহলে বারগ্যান্ডি রংয়ের পাসপোর্টে ভ্রমণ করা বৈধ।

নতুন ব্রিটিশ পাসপোর্ট এখন গভীর নীল রঙের এবং নতুন পাসপোর্টে তৃতীয় কিং চার্লসের ছবি সংযুক্ত করা হয়েছে।

পাসপোর্ট নবায়ন অনলাইন বা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করা যায়। অনলাইনে আবেদন করা কম ঝামেলাপূর্ণ এবং এতে কম ঝঞ্জাট পোহাতে হয় বলে জানা যায়। ব্রিটিশ পাসপোর্ট নবায়ন করতে হলে পুরাতন পাসপোর্টের কথা আবেদনে উল্লেখ করতে হয় বলে সরকারী ওয়েবসাইটের তথ্য অনুসারে জানা যায়।

এম.কে
১১ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

স্যোশাল মিডিয়া মানসিক রোগ সৃষ্টিতে ভুমিকা রাখছেঃ গবেষণা

অস্ট্রেলিয়ার অভিবাসনে নতুন নিয়ম, খরচ বাড়ছে, সুযোগ সীমিত হচ্ছে

মুইজ্জুকে নিয়ে ভারতের ভয়ংকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করল ওয়াশিংটন পোস্ট