24.2 C
London
July 17, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

এবার ৯৮ লাখ টাকা বাড়তি পাবেন নোবেল জয়ীরা

সুইডেনের অর্থনীতির সুসময়ের সুবিধা পাচ্ছেন ২০২৩ সালের নোবেলজয়ীরা। এবার নোবেলজয়ীরা পুরস্কারের অর্থমূল্য হিসেবে বাড়তি ১০ লাখ ক্রোনা বা ৮৯ হাজার মার্কিন ডলার পাবেন যা প্রায় ৯৮ লাখ টাকার সমান। সব মিলিয়ে এবার নোবেল পুরস্কারের অর্থমূল্য হবে ৯ লাখ ৮৬ হাজার ডলার বা ১০ কোটি ৮২ লাখ টাকার সমান।

গত শুক্রবার নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ঘোষণায় এ কথা জানানো হয়। নোবেল ফাউন্ডেশন বলছে, আর্থিক অবস্থান অনেক ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হলো।

নোবেল ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বছরগুলোয় একাধিকবার নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ানো-কমানো হয়েছে। ২০১২ সালে পুরস্কারের অর্থমূল্য ৮ লাখ ৯৭ হাজার ডলার থেকে ৭ লাখ ১৭ হাজার ডলার করা হয়। এরপর ২০১৭ সালে তা বাড়িয়ে ৮ লাখ এবং ২০২০ সালে বাড়িয়ে ৮ লাখ ৯৭ হাজার ডলার করা হয়।

এম.কে
১৯ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

Green Mortgages

অনলাইন ডেস্ক

তুরষ্কে পেরেক বিহীন নান্দনিক কাঠের মসজিদ

সাবিনা নেছার জানাজা শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে