23.5 C
London
July 3, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বিদেশেও সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করেঃ আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশেরই অল্প কিছুর লোকের বাজে কাজের জন্য বাকিরা সমস্যায় পড়ে। আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি। আমি শুনেছি ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া  মারামারি করে।

আজ বুধবার (২ জুলাই) ঢাকায় মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সৌদি আরবে একটা জায়গা আছে যেখানে বাঙালি মাস্তানরা টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে- এমন ঘটনা আছে। এগুলো কী মিথ্যা?

আমি তাদের জিজ্ঞেস করেছি যে পুলিশে বলেন না কেন। তারা বলে খবর দিলে সবাইকে পুলিশ বের করে দিবে। বাজে কাজ করে দশ জন আর এজন্য সাফার করে দশ হাজার জন, দশ লাখ লোক।

আসিফ নজরুল জানান, বাহরাইনে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ সেখানে একজন মালিককে মেরে ফেলা হয়েছে। তিনি এসব বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

এম.কে
০৩ জুলাই ২০২৫

আরো পড়ুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ও শেখ হাসিনা পরবর্তী পরিকল্পনা কী?

কোকা-কোলার ব্যবসায় ধস নেমেছে বাংলাদেশে

ছাত্রশক্তির কাছে ছাত্র রাজনীতির পাঠে ছাত্রলীগের পরাজয়