18.1 C
London
September 17, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

বিনামূল্যে ক্যান্সারের ভ্যাকসিন দেবে রাশিয়া

রাশিয়া নিজস্ব এমআরএনএ ক্যানসার ভ্যাকসিন তৈরি করেছে। ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে বিতরণ করা হবে।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আঁন্দ্রে ক্যাপ্রিন রেডিও রাশিয়াকে এ কথা জানিয়েছেন।

বিভিন্ন গবেষণা কেন্দ্রের সহযোগিতায় ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। ২০২৫ সালের প্রথম দিকে এটিকে বাজারে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে।

এর আগে গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ তাসকে বলেন, ভ্যাকসিনটি’র প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে দেখা গেছে। এটি টিউমার বেড়ে যাওয়া এবং শরীরে ছড়িয়ে পড়া রোধ করে।

সূত্রঃ তাস

এম.কে
১৬ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

সৌদিতে উন্মুক্ত হলো বিশ্বের উচ্চতম ঝুলন্ত মসজিদ

যুক্তরাষ্ট্রের পণ্যে অতিরিক্ত পাল্টা শুল্ক আরোপ চীনের, মামলা দায়ের

ইনসমনিয়ায় ভুগছেন কিম জং উন