8.6 C
London
December 20, 2024
TV3 BANGLA
ফিচার

বিরল খনিজ থেকে ক্যান্সার নিরাময়ী উপকরণ মিলেছে, দাবি চীনা বিজ্ঞানীদের

চীনের গবেষকরা বিরল কিছু খনিজ থেকে উচ্চমানের সিসা-২১২ এবং বিসমাথ-২১২ নিউক্লাইড সংগ্রহ করেছেন, যা ক্যান্সার নিরাময়কারী কিছু বিশেষ উপাদান তৈরিতে কাজে আসে। সম্প্রতি দক্ষিণ চীনের বিশ্ববিদ্যালয়ের প্রেস সেন্টার এ তথ্য জানিয়েছে।

গবেষণাদলের মতে, এই আবিষ্কার চীনের জন্য প্রয়োজনীয় মেডিক্যাল নিউক্লাইড উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে বেশ গুরুত্বপূর্ণ।

নিউক্লাইডগুলো ক্যান্সার চিকিৎসায় টার্গেটেড আলফা-নিউক্লাইড থেরাপি (টিএটি)-তে ব্যবহারের জন্য উপকারী হিসেবে বিবেচনা করা হয়।

এই থেরাপি ব্রেস্ট, প্যানক্রিয়াটিক এবং প্রোস্টেট ক্যান্সারসহ বিভিন্ন ক্যান্সার নিরাময়ে সম্ভাবনাময় এক পদ্ধতি। তবে উপকরণগুলোর সরবরাহ বেশ সীমিত। প্রাকৃতিক থোরিয়াম থেকে সিসা-২১২ এবং বিসমাথ-২১২ নিউক্লাইড সংগ্রহের প্রক্রিয়া এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গবেষক দলটি নতুন এক শোষণকারী উপাদান অ্যানিয়ন এক্সচেঞ্জ রেজিন ব্যবহার করে প্রাকৃতিক থোরিয়াম-২৩২-এর চেইন থেকে সিসা-২১২ এবং বিসমাথ-২১২ নিউক্লাইড পৃথক করার কার্যকর এবং সাশ্রয়ী পদ্ধতি আবিষ্কার করেছেন।

নতুন পদ্ধতিতে শোষণের গতি ঐতিহ্যবাহী রেজিনের তুলনায় ছয় গুণ বেশি, যা ক্ষণস্থায়ী নিউক্লাইড পৃথক করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা দেবে। সিসা-২১২ এবং বিসমাথ-২১২ ছাড়াও দলটি রেডিয়াম-২২৮, থোরিয়াম-২২৮ এবং রেডিয়াম-২২৪ নিউক্লাইড সংগ্রহের উপরও কাজ করছে বলে জানিয়েছেন গবেষণা দলের প্রধান অধ্যাপক ওয়ে ইউয়েজো।

এ গবেষণা ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

সূত্রঃ সিএমজি

এম.কে
২০ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ব্রিটেনের আর্থশট পুরস্কার পেলেন বাংলাদেশের ইসরাত

গাড়ি চালানোর অভিজ্ঞতা বদলে দেবে অ্যাপেলের ‘কারপ্লে’

ব্রেক্সিটের অন্তহীন দর কষাকষিতে আপত্তি থেকেই যাচ্ছে