4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থীর নাম জানালেন মমতা

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার নির্বাচন না হওয়া পর্যন্ত বিরোধীদের নিয়ে গড়া জোট ‘ইনডিয়া’র প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিষয়ে কোনো কথা বলবেন না বলে সোমবার ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২৪ ঘণ্টা যেতে না যেতে ১৮০ ডিগ্রি উল্টে মঙ্গলবার নয়াদিল্লিতে বিরোধী ইনডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খড়গে নাম প্রস্তাব করেছেন মমতা।

দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বিরোধী জোট ইনডিয়ার চতুর্থ বৈঠক দিল্লিতে শুরু হয়েছে। বৈঠকে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়গেও যোগ দিয়েছেন। একাধিক সূত্র বলেছে, বিরোধী জোট ইনডিয়ার চলমান বৈঠকে মমতা বন্দোপাধ্যায় ওই প্রস্তাব দেন। বিরোধীদলের বিশিষ্ট দলিত মুখ হওয়ায় খড়গেকে প্রধানমন্ত্রী বানানোর জন্য মমতার প্রস্তাব ব্যাপক সমর্থন পায়।

ওই সূত্র এনডিটিভিকে বলেছে, বৈঠকে যোগ দেওয়া দলগুলোর মধ্যে অন্তত ১২টি মমতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও মমতার এই পরিকল্পনায় সমর্থন জানান। তিনি বলেন, এর মাধ্যমে প্রথম দলিত প্রধানমন্ত্রী পাবে ভারত।

বৈঠকের সূত্রগুলো জানিয়েছে, তবে মমতার প্রস্তাবে পানি ঢেলে দিয়েছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খড়গে। তিনি বলেছেন, কেবল দুস্থদের জন্য কাজ করতে চান তিনি।

এই বিষয়ে জানতে চাইলে কংগ্রেস প্রধান খড়গে সাংবাদিকদের বলেন, ‘‘আমাদের আগে নির্বাচনে জিততে হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পরে নেওয়া যাবে। এর আগে, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের সময় তফসিলি জাতি ও উপজাতির দুই সদস্য রামনাথ কোবিন্দ এবং দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার জন্য কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলো ক্ষমতাসীন বিজেপির তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিল। কংগ্রেস এবং অন্যান্য বিরোধীদলগুলো ভারতের দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর বিরোধী বলেও অভিযোগ করে বিজেপি।

বিরোধী জোট ইনডিয়ার প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে মমতার প্রস্তাবে দলগুলোর ব্যাপক সমর্থনকে খড়গের মর্যাদার ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খড়গে বলেছেন, আসন ভাগাভাগির বিবাদমান ইস্যুটি রাজ্য স্তরে সমাধান করা হবে। সেখানে এই ইস্যুর সমাধানে কোনও প্রতিবন্ধকতা তৈরি হলে তা কেন্দ্রীয় স্তরে তোলা হবে।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং আরও কয়েকটি দল আগামী ৩১ ডিসেম্বর বিরোধীদের আসন ভাগাভাগি নিয়ে আলোচনার সময়সীমা নির্ধারণ করেছে।

বিরোধী ইনডিয়া জোটের ২৮টি দল মঙ্গলবারের বৈঠকে অংশ নিয়েছিল। খড়গে বলেছেন, তারা বিরোধী জোটের আসন ভাগাভাগি নিয়ে দেশের বিভিন্ন শহরে একাধিক বৈঠক করবেন। এটা না করলে আমরা জনগণের মাঝে সচেতনতা বাড়াতে পারব না।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
২০ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

অস্ত্রের অভাবে বেলচা দিয়ে লড়ছে রুশ বাহিনী

সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ খামেনির

ফিলিস্তিনের সদস্যপদ নিয়ে জাতিসংঘে বৈঠক