2.3 C
London
January 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বিলাসবহুল প্রমোদতরি ডুবিঃ মেয়েসহ ব্রিটিশ ধনকুবের নিখোঁজ

ইতালির সিসিলি উপকূলে একটি বিলাসবহুল প্রমোদতরি ডুবে গেছে। এই ঘটনায় যারা নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে আছেন মেয়েসহ ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ। ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের মাইক লিঞ্চ, অনেকের কাছে ‘ব্রিটিশ বিল গেটস’ নামে পরিচিত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরে প্রমোদতরিটি ডুবে যায়। ৫৬ মিটার (১৮৩ ফুট) লম্বা ওই প্রমোদতরিতে ব্রিটিশ পতাকা উড়ছিল। প্রমোদতরিতে ক্রুসহ মোট ২২ জন ছিলেন। এদের মধ্যে ছিলেন ব্রিটিশ, আমেরিকান ও কানাডিয়ান। ইতিমধ্যে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে এক বছর বয়সী শিশুও রয়েছে।

এ ছাড়া প্রমোদতরী ডুবিতে একজন মারা যান। আর নিখোঁজ হন ৬ জন।

ইতালির পালেরমো কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে দুজন ব্রিটিশ ও দুজন আমেরিকান। উদ্ধার হওয়া মরদেহটি তরির পাচক রিকার্ডো থমাসের। জীবিত উদ্ধার হওয়া ১৫ ব্যক্তির মধ্যে লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা ব্যাকারস রয়েছেন।

খবরে বলা হয়েছে, ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে প্রমোদতরিটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরের মধ্যে নোঙর করা ছিল। কিন্তু প্রচণ্ড ঝড়ে এটির ২৩৬ ফুট উচ্চতার অ্যালুমিনিয়ামের মাস্তুল ভেঙে অর্ধেক হয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে ফেলার একপর্যায়ে ডুবে যায়।

সূত্রঃ বিবিসি

এম.কে
২০ আগস্ট ২০২৪

আরো পড়ুন

অভিবাসন প্রত্যাশীদের জন্য দুঃসংবাদ দিল যুক্তরাজ্য

ব্রিটেনবাসীদের দেওয়া হচ্ছে ‘ভ্যাকসিন পাসপোর্ট’

নিউজ ডেস্ক

লুটন এয়ারপোর্টে আগুন, ফ্লাইট বিপর্যয়