বিশ্বের সবচেয়ে ধীরগতির রাজধানী শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। গবেষণা প্রতিষ্ঠান টমটম (TomTom)-এর সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে লন্ডনের শহরকেন্দ্রে মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দিতে গড়ে সময় লেগেছে ৩ মিনিট ৩৮ সেকেন্ড।
গবেষণায় বলা হয়েছে, লন্ডনের সড়কে ব্যাপকভাবে চালু হওয়া ২০ মাইল প্রতি ঘণ্টা (২০mph) গতিসীমা এই ধীরগতির অন্যতম প্রধান কারণ। ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) জানিয়েছে, বর্তমানে রাজধানীর অর্ধেকেরও বেশি সড়কে ২০mph গতিসীমা কার্যকর রয়েছে।
লন্ডনের মেয়র স্যার সাদিক খান–এর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন নীতির অংশ ছিল শহরের বহু সড়কে সর্বোচ্চ গতিসীমা ৩০mph থেকে কমিয়ে ২০mph করা। এই নীতির মূল লক্ষ্য ছিল সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমানো। TfL-এর তথ্য অনুযায়ী, কোনো পথচারী যদি ৩০mph গতির গাড়ির ধাক্কায় পড়েন, তাহলে তার মৃত্যুঝুঁকি ২০mph গতির গাড়ির তুলনায় পাঁচ গুণ বেশি।
ধীরগতির পাশাপাশি যানজটও লন্ডনের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টমটমের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে লন্ডনের চালকেরা গড়ে ১৪১ ঘণ্টা সময় হারিয়েছেন যানজটে আটকে থেকে। গত বছরের ১০ সেপ্টেম্বর লন্ডনে সবচেয়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়, যেদিন টিউব ধর্মঘট চলছিল।
টমটমের ট্রাফিক বিশেষজ্ঞ অ্যান্ডি মার্চেন্ট বলেন, লন্ডনের কম গড়গতিকে অনেকেই চরম যানজট হিসেবে ব্যাখ্যা করেন, কিন্তু বিষয়টি আরও জটিল। তার ভাষায়, ২০mph গতিসীমা, আধুনিক চাহিদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সড়ক নকশা এবং সবসময় উচ্চ যানবাহনের চাপ—এই স্থায়ী কারণগুলো মিলেই লন্ডনে যাত্রা ধীর করে তুলছে, এমনকি যখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকে তখনও।
গবেষণায় অন্তর্ভুক্ত ৪৯২টি শহরের মধ্যে কলম্বিয়ার বারানকিয়া (Barranquilla) ছিল একমাত্র শহর, যেখানে গড় গতি লন্ডনের চেয়েও কম ছিল।
তবে যানজটের দিক থেকে যুক্তরাজ্যের সবচেয়ে সমস্যাগ্রস্ত শহর লন্ডন নয়। যানজটের মাত্রা অনুযায়ী শীর্ষে রয়েছে বেলফাস্ট (৫৮ শতাংশ), এরপর এডিনবরো (৫৮ শতাংশ) এবং কেমব্রিজ (৫৪ শতাংশ)। এই তালিকায় লন্ডনের অবস্থান অষ্টম, যেখানে যানজটের হার ৫২ শতাংশ।
এদিকে টমটম বিশেষজ্ঞ অ্যান্ডি মার্চেন্ট জানিয়েছেন, চলতি বছর নগর পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ, লন্ডনের ২০টি বরোতে স্বচালিত যানবাহনের (অটোনোমাস ভেহিকল) পরীক্ষামূলক কার্যক্রম শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে শহরের পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে।
সূত্রঃ স্কাই নিউজ
এম.কে

