12 C
London
March 4, 2025
TV3 BANGLA
দক্ষিণ এশিয়াযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বৃটেনে ভারত সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল

বিজেপি আজন্মকাল ক্ষমতায় থাকবে এবং দেশ থেকে কংগ্রেস চিরতরে বিদায় নিয়েছে, এমন ধারণা রাখা হাস্যকর। সোমবার সন্ধ্যায় লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য কংগ্রেস সাংসদের। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) জোটের ব্যর্থতা নিয়েও এই দিন মুখ খোলেন রাহুল। বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন কংগ্রেস নেতা।

রাহুল বলেন, ‘‘বিজেপি ১০ বছর ক্ষমতায় থাকার আগে, কংগ্রেস ১০ বছর ক্ষমতায় ছিল। বিজেপি বিশ্বাস করতে ভালবাসে যে তারা অনন্তকাল ক্ষমতায় থাকবে। এমন মনে করা ভুল। আর যারা ভাবছেন কংগ্রেসের সময় শেষ হয়ে গিয়েছে, তাদের বলব যে, আপনাদের এই ধারণা হাস্যকর।’’

 

রাহুল যোগ করেন, ‘‘যদি স্বাধীনতা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দেখা যায়, তা হলে কংগ্রেসই বেশিরভাগ সময় ক্ষমতায় ছিল।’’

রাহুল আরও জানান, ভারতীয় রাজনীতির পরিবর্তনশীল প্রকৃতির দিকে মনোযোগ দিতে পারেনি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট। আর সেই কারণেই মুখ থুবড়ে পড়েছে এই জোট।

 

রাহুল বলেন, ‘‘ইউপিএ জোট গ্রামের দিকে বেশি নজর দিলেও শহরের দিকে বিশেষ নজর দিইনি। এটা বাস্তব। আর সেই কারণেই এই জোট মানুষ মেনে নেয়নি। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশে খুব দ্রুত নেতৃত্বের পরিবর্তন যেমন হয়েছে কিংবা হবে ভারত তাদের মতোই একটি দেশ।’’

ব্রিটেন যাত্রায় গিয়ে চীনের প্রশংসা করার কারণে বিদেশের মাটিতে ভারতকে অপমান করার অভিযোগ এনেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

 

এম.কে

০৭ মার্চ ২০২৩

আরো পড়ুন

মোবাইল না দেয়ায় শিশুর আত্মহত্যা!

Law with N. Rahman 🕥🇬🇧 Monday, 5 September at 10 PM

Modern Auction: Property Mortgage with BENECO