TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

বেঁচে ফেরাদের বর্ণনায় অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি

গত সপ্তাহে ইটালির ভূমধ্যসাগর উপকুলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৪১ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন৷ নৌকাডুবির ঘটনায় বেঁচে ফেরা চার অভিবাসনপ্রত্যাশী আইনজীবীদেরকে জানিয়েছেন তাদের দুঃসহ স্মৃতির কথা৷

ইটালির সিসিলির আইনজীবীরা দেশটির ভূমধ্যসাগরীয় উপকুলে গত সপ্তাহে নৌকাডুবির ঘটনার তদন্ত শেষ করেছে৷ তদন্তে আইনজীবীরা বেঁচে ফেরা অভিবাসন প্রত্যাশীদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনেছেন।

ইটালির ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসা উপকূলে গত সপ্তাহের শেষ দিকে একটি নৌকা ডুবে তিন শিশুসহ প্রায় ৪১ জন নিহত হয়েছেন৷

বেঁচে যাওয়া অভিবাসীরা বার্তা সংস্থাকে জানায়, ৩ আগস্ট টিউনিশিয়ার স্ফ্যাক্স উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন। নৌকাডুবির পর পাশ দিয়ে যাওয়া একটি বণিক জাহাজ তাদেরকে উদ্ধার করেছিল৷

তারা জানান, একটি টিউবের ওপর ভর করে তারা সাগরে ভেসেছিলেন৷ বর্ণনা অনুযায়ী, অভিবাসন প্রত্যাশীদের নৌকাটি যুবে যাওয়ার পর নৌকায় থাকায় আরোহীরা সাগরে একটি খালি নৌকা দেখতে পেয়ে সেটিতে উঠার চেষ্টা চালায়৷

তবে মাত্র চারজন নৌকাটিতে উঠতে সক্ষম হন। সাগরে ভাসমান এই খোলা নৌকাটির কোনো ইঞ্জিন ছিল না বলে জানান তারা৷

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, নৌকায় তারা এক প্যাকেট ক্রেকার্স পেয়েছিলেন৷ আর তাদের সঙ্গে ছিল মাত্র চার বোতল সুপেয় পানি৷ এই সামন্য পানি ও খাবার নিয়ে অভিবাসনপ্রত্যাশীরা চারদিন ধরে নৌকায় ভাসছিলেন৷ এরপর মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে এবং পরে ইটালির কোস্টগার্ড তাদেরকে লাম্পেদুসায় নিয়ে আসে৷

অভিবাসন প্রত্যাশীরা জানান, টিউনিশিয়ার স্ফ্যাক্স উপকূল থেকে ৩ আগস্ট যাত্রা করার ঠিক পরদিন সাগরের প্রায় ৪ মিটার বা ১৩ ফুট উচু ঢেউয়ে ভেসে যায় তাদের নৌকাটি৷

নৌকাডুবিতে নিহতের ঘটনায় শোক জানিয়েছেন পোপ ফ্রান্সিস৷ বৃহস্পতিবার এক টুইটে তিনি বলেন, ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী এই নৌকাডুবির ঘটনায় আমি দুঃখিত৷ আমরা এ বিষয়ে উদাসীন হয়ে না যাই৷ চলুন আমরা নিহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করি৷’’

উল্লেখ্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এশিয়ার ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের ইটালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা বাড়ছে৷ চলতি বছর এ পর্যন্ত সাগর পাড়ি দিয়ে ইটালি পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা৷ গত বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯৪ হাজার ৮০০ অভিবাসনপ্রত্যাশী সাগর পাড়ি দিযে ইটালি পৌঁছেছেন৷ গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৪৫ হাজার৷

এম.কে
১২ আগস্ট ২০২৩

আরো পড়ুন

বাংলাদেশি রসনার সুঘ্রাণ ছড়ালো লন্ডনের জাঁকজমকপূর্ণ ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে

অনলাইন ডেস্ক

রেস্তোরাঁকর্মীদের টিপস মালিকের নেয়া নিষিদ্ধ করা হবে যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত