10 C
London
November 25, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

বেঁচে ফেরাদের বর্ণনায় অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি

গত সপ্তাহে ইটালির ভূমধ্যসাগর উপকুলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৪১ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন৷ নৌকাডুবির ঘটনায় বেঁচে ফেরা চার অভিবাসনপ্রত্যাশী আইনজীবীদেরকে জানিয়েছেন তাদের দুঃসহ স্মৃতির কথা৷

ইটালির সিসিলির আইনজীবীরা দেশটির ভূমধ্যসাগরীয় উপকুলে গত সপ্তাহে নৌকাডুবির ঘটনার তদন্ত শেষ করেছে৷ তদন্তে আইনজীবীরা বেঁচে ফেরা অভিবাসন প্রত্যাশীদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনেছেন।

ইটালির ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসা উপকূলে গত সপ্তাহের শেষ দিকে একটি নৌকা ডুবে তিন শিশুসহ প্রায় ৪১ জন নিহত হয়েছেন৷

বেঁচে যাওয়া অভিবাসীরা বার্তা সংস্থাকে জানায়, ৩ আগস্ট টিউনিশিয়ার স্ফ্যাক্স উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন। নৌকাডুবির পর পাশ দিয়ে যাওয়া একটি বণিক জাহাজ তাদেরকে উদ্ধার করেছিল৷

তারা জানান, একটি টিউবের ওপর ভর করে তারা সাগরে ভেসেছিলেন৷ বর্ণনা অনুযায়ী, অভিবাসন প্রত্যাশীদের নৌকাটি যুবে যাওয়ার পর নৌকায় থাকায় আরোহীরা সাগরে একটি খালি নৌকা দেখতে পেয়ে সেটিতে উঠার চেষ্টা চালায়৷

তবে মাত্র চারজন নৌকাটিতে উঠতে সক্ষম হন। সাগরে ভাসমান এই খোলা নৌকাটির কোনো ইঞ্জিন ছিল না বলে জানান তারা৷

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, নৌকায় তারা এক প্যাকেট ক্রেকার্স পেয়েছিলেন৷ আর তাদের সঙ্গে ছিল মাত্র চার বোতল সুপেয় পানি৷ এই সামন্য পানি ও খাবার নিয়ে অভিবাসনপ্রত্যাশীরা চারদিন ধরে নৌকায় ভাসছিলেন৷ এরপর মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে এবং পরে ইটালির কোস্টগার্ড তাদেরকে লাম্পেদুসায় নিয়ে আসে৷

অভিবাসন প্রত্যাশীরা জানান, টিউনিশিয়ার স্ফ্যাক্স উপকূল থেকে ৩ আগস্ট যাত্রা করার ঠিক পরদিন সাগরের প্রায় ৪ মিটার বা ১৩ ফুট উচু ঢেউয়ে ভেসে যায় তাদের নৌকাটি৷

নৌকাডুবিতে নিহতের ঘটনায় শোক জানিয়েছেন পোপ ফ্রান্সিস৷ বৃহস্পতিবার এক টুইটে তিনি বলেন, ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী এই নৌকাডুবির ঘটনায় আমি দুঃখিত৷ আমরা এ বিষয়ে উদাসীন হয়ে না যাই৷ চলুন আমরা নিহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করি৷’’

উল্লেখ্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এশিয়ার ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের ইটালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা বাড়ছে৷ চলতি বছর এ পর্যন্ত সাগর পাড়ি দিয়ে ইটালি পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা৷ গত বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯৪ হাজার ৮০০ অভিবাসনপ্রত্যাশী সাগর পাড়ি দিযে ইটালি পৌঁছেছেন৷ গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৪৫ হাজার৷

এম.কে
১২ আগস্ট ২০২৩

আরো পড়ুন

ব্রিটেনের ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে অনুদান

অনলাইন ডেস্ক

পরিবেশ বাঁচাতে জাতিসংঘের ভিডিও গেম

অনলাইন ডেস্ক

একদিনে সিলেটে ১৬ মৃত্যু, শনাক্ত ৭৫৮