17.2 C
London
November 24, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বেতন বিরোধে যুক্তরাজ্যব্যাপী ধর্মঘট করবে নার্সরা

বেতন বিরোধের কারণে যুক্তরাজ্য জুড়ে বছরের শেষ নাগাদ ধর্মঘটের ডাকার পক্ষে ভোট দিয়েছে নার্সরা। অর্ধেকেরও বেশি হাসপাতাল এবং কমিউনিটি টিমে জড়িত নার্সিং সদস্যরা এই ওয়াক আউটে অংশ নেবে, তবে জরুরি সার্ভিসের জন্য কর্মী থাকবে।

 

স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের প্রতিটি সার্ভিসের নার্সরা এই পদক্ষেপের পক্ষে ভোট দিয়েছে। আর ওয়েলসের একটি স্বাস্থ্য বোর্ড ছাড়া সবগুলোই পক্ষে রয়েছে।

 

আরসিএন-এর সাধারণ সম্পাদক প্যাট কুলেন বলেছেন: “রাগ অ্যাকশনে পরিণত হয়েছে – আমাদের সদস্যরা বলছেন যথেষ্ট হয়েছে।”

 

তিনি বলেন, নার্সরা বছরের পর বছর ধরে একই বেতনের চুক্তি পেয়ে আসছে।

 

“মন্ত্রীদের অবশ্যই আয়নায় তাকাতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে যে তারা কতক্ষণ নার্সিং কর্মীদের এই বেতনে রাখবে।”

 

১০৬ বছরের ইতিহাসে আরএনসি সদস্যরা প্রথমবারের মতো ইউকেব্যাপী ধর্মঘট করতে যাচ্ছে।

 

ইংল্যান্ড এবং ওয়েলসের সরকার এই বছর এনএইচএস কর্মীদের গড় বেতন ৪.৭৫% বৃদ্ধির প্রেক্ষিতে এই ধর্মঘট, বলছে বিবিসি। এদিকে স্কটল্যান্ড মাত্র ২২০০ পাউন্ডের ফ্ল্যাট রেট অফার করেছে, যার অর্থ একজন নতুন যোগ্য নার্স প্রায় ৮% বেশি পাবেন। উত্তর আয়ারল্যান্ডের নার্সরা এখনও কোনো পুরস্কার পাননি।

 

মিসেস কুলেন বলেন, সদস্যরা নিশ্চিত করবে যে ধর্মঘট চলাকালীন জরুরি সার্ভিসগুলো সেবা প্রদান অব্যাহত রাখবে, যাতে রোগীরা ক্ষতির সম্মুখীন না হয়।

 

তবে বলা হচ্ছে, রুটিন পরিচর্যার কাজগুলো ব্যহত হবে। পরিকল্পিত অপারেশন ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কাজগুলো পেছাতে পারে।

 

এদিকে ইংল্যান্ডের হাসপাতালগুলোতে ওয়েটিং লিস্ট রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে এখন ৭ মিলিয়ন লোক চিকিৎসা নেওয়ার অপেক্ষায়।

 

১০ নভেম্বর ২০২২
এনএইচ

আরো পড়ুন

অ্যান্টার্কটিকায় ফুল ফুটেছে উদ্বিগ্ন বিজ্ঞানীরা

মিসরের স্কুলে নিষিদ্ধ হল নেকাব, হিজাবেও বাধ্য করা যাবে না

যুক্তরাজ্যে দাঙ্গায় লন্ডন মেয়র সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন