4.7 C
London
December 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রডব্যান্ড বিল বাঁচাতে অফকমের আহ্বান

যুক্তরাজ্যের ইন্টারনেট সরবরাহকারীদেরকে স্বল্প আয়ের পরিবারগুলোকে তাদের ব্রডব্যান্ড বিল বাঁচাতে সহায়তা করার পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে অফকম। জানা যায়, কেবলমাত্র এক শতাংশই ডিসকাউন্ট ডিলের সুবিধা নিয়েছেন৷

 

জীবনযাত্রার সংকট তীব্র হওয়ার সাথে সাথে এবং জাতি আগামী মাসে আসন্ন সমস্ত পরিবর্তনের সম্পূর্ণ প্রভাবের চাপ কমাতে ব্রডব্যান্ড প্রদানকারীদের বিশেষভাবে ছাড়যুক্ত প্যাকেজগুলি প্রবর্তন করার আহ্বান জানিয়েছে ‘অফকম’৷

 

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, প্যাকেজগুলো ‘সামাজিক শুল্ক’ নামে পরিচিত। বর্তমানে ইউনিভার্সাল ক্রেডিট প্রাপ্তির জন্য প্রায় ৪.২ মিলিয়ন পরিবারের কাছে উপলব্ধ, তবে মাত্র ৫৫ হাজার পরিবার অর্থাৎ ১.২ শতাংশ – ডিলের সুবিধা নিয়েছে।

 

অফকম বলেছে, ফলস্বরূপ, লক্ষাধিক নিম্ন-আয়ের পরিবার প্রত্যেকে ১৪৪ পাউন্ডের গড় বার্ষিক ব্রডব্যান্ড সঞ্চয় হারিয়েছে।

 

এই তথ্য সামাজিক শুল্কসহ প্রদানকারীদের আরও ব্যাপকভাবে প্রচার করার জন্য বলা হয়েছে। অন্যান্য সংস্থাগুলিকে দ্রুত এবং সহজ সাইন-আপ বিকল্পগুলির সাথে পরিচিত করার জন্য আহ্বান জানিয়েছে অফকম, যাতে আরও বেশি লোক সঞ্চয়ের সুবিধা নিতে পারে।

 

১২ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

আয়ারল্যান্ডে আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর নিয়মঃ কাজ করলে আবাসন খরচ বহন বাধ্যতামূলক

সিলেটে মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিববুল্লাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক