TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে জীবনযাত্রার মান মাল্টার তুলনায় পিছিয়ে যাবেঃ সতর্ক করলেন অর্থনীতিবিদরা

যুক্তরাজ্যের অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, উচ্চ মূল্যস্ফীতি, ঋণ বৃদ্ধি এবং কম অর্থনৈতিক বৃদ্ধির কারণে আগামী দশকে ব্রিটেনে নাগরিকদের জীবনযাত্রার মান মাল্টার তুলনায় পিছিয়ে যাবে। সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (CEBR) জানিয়েছে, রেচেল রিভসের বারবার কর বৃদ্ধির ফলে যুক্তরাজ্য অর্থনৈতিক দিক থেকে ধীর গতির পথে চলে যাচ্ছে।
CEBR-এর বার্ষিক তালিকায় দেখা গেছে, আগামী পাঁচ বছরে ব্রিটেনে GDP প্রতি ব্যক্তির বৃদ্ধির হার G7 দেশগুলোর মধ্যে দ্বিতীয় সবচেয়ে কম হবে। এর ফলে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, জার্মানি ও ইতালির তুলনায় ব্রিটেন পিছিয়ে থাকবে।

বিশ্লেষকরা বলেছেন, কম কর ও কম নিয়ন্ত্রিত দেশগুলো ব্রিটেনের প্রতিযোগিতা শক্তি হ্রাস করছে। এছাড়া রাষ্ট্রীয় ব্যয় কমাতে অক্ষমতা এবং উচ্চ ঋণ ব্রিটেনের অর্থনৈতিক বৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করছে।

রিভসের কর নীতির কারণে ধনী এবং নন-ডমরা দেশ ত্যাগ করছেন, যা ব্রিটেনের কর ভিত্তি ও অর্থনৈতিক শক্তি ক্ষতিগ্রস্ত করছে। CEBR পূর্বাভাস দিয়েছে, ২০৩৫ সালে মাল্টার প্রতি ব্যক্তির GDP $77,578 হবে, যা ব্রিটেনের $75,478-এর তুলনায় বেশি। হংকং ও UAE-ও এই সময়ে ব্রিটেনকে ছাড়িয়ে যাবে।

পুশপিন সিং বলেন, “ব্রিটেন এখনও তার অতীত গৌরবের উপর নির্ভর করছে। সাম্প্রতিক বাজেটের প্রস্তুতি গত ছয় মাস ধরে অর্থনীতিকে হ্যান্ডিক্যাপ করেছে।” তিনি সতর্ক করেছেন যে, পাবলিক ফাইনান্স এখনও দুর্বল এবং ভবিষ্যতে আরও কর বৃদ্ধির সম্ভাবনা প্রবল।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর প্রবেশ পথ বন্ধে বিদেশি শিক্ষার্থী নিয়োগে নতুন শর্ত আরোপ

গাড়ি চালানোর সময় ডিভাইস হাতে নেয়াই নিষিদ্ধ হচ্ছে ব্রিটেনে

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীরা ২৪ গুণ বেশি অপরাধে জড়িতঃ কনজারভেটিভ পার্টি গবেষণা