4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনে রেস্তোরাঁর উচ্ছিষ্ট খাবার দিয়ে ‘অবৈধ শ্রমিকদের’ বেতন পরিশোধ

যুক্তরাজ্যের একজন রেস্তোঁরা মালিক উচ্ছিষ্ট খাবার দিয়ে ওই রেস্তোরাঁয় কর্মরত ‘অবৈধ শ্রমিকদের’ বেতন পরিশোধ করায় লাইসেন্স হারিয়েছেন। ডার্লিংটনের কাছে স্যাডবার্গের আকবর ডাইনাস্টি নামে রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। ওই রেস্তোরাঁয় আগেও একাধিকবার অভিযান চালিয়েছেন ইমিগ্রেশন অফিসাররা।

 

ডার্লিংটনের কাউন্সিলের লাইসেন্সিং কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ্য।  রেস্তোঁরা মালিক আবদুল মান্নান শাবুল আলীর লাইসেন্স প্রত্যাহার করেছে হোম অফিস।

 

সেখানের কর্মীদের সাক্ষাত্কারের সময় এক কর্মী বলেন, রাতের শেষে যে খাবার অবশিষ্ট থাকে তাই দিয়ে আমাদের বেতন পরিশোধ করা হয়েছে।

 

স্থানীয় ডেমোক্রেসি রিপোর্টিং সার্ভিস জানিয়েছে, আলী অবৈধ কর্মীদের তার রেস্তোঁরায় কাজের অনুমতি দিয়েছেন। এরাই মানুষদের অবৈধ ভাবে ইউকেতে প্রবেশের ঝুঁকি নিতে উত্সাহিত করেন।

 

এর আগে ২০১৯ সালে অবৈধ শ্রমিকদের কাজে রাখার জন্য ৩৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল এই রেস্তোরাঁকে।

 

সূত্র: বিবিসি
২০ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবারও গ্রেফতার

ব্রেক্সিটের অন্তহীন দর কষাকষিতে আপত্তি থেকেই যাচ্ছে

বেথনালগ্রিনে বাংলাদেশি নারী হত্যাকাণ্ডের এক সন্দেহভাজন আটক