20.8 C
London
July 11, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেন জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস, মাত্র কয়েক ঘণ্টায় এক মাসের সমপরিমাণ বৃষ্টি

ব্রিটেনে মেট অফিসের মানচিত্র অনুযায়ী, এক মাসের সমপরিমাণ বৃষ্টি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নেমে আসবে। প্রচুর বৃষ্টিপাতের কারণে যুক্তরাজ্যজুড়ে তাপমাত্রা যথেষ্ট কমে যাবার সম্ভাবনা রয়েছে।

এটি এমন এক সময় আসছে যখন ইতোমধ্যেই যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে ১০০টিরও বেশি বন্যা সতর্কতা জারি করা হয়েছে এবং ১৫ ঘণ্টার একটি হলুদ আবহাওয়া সতর্ক বার্তা জারি রয়েছে।

সাম্প্রতিক এই প্রবল বর্ষণ পশ্চিম দিক থেকে ধেয়ে আসবে এবং বিশেষ করে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে আঘাত হানবে। স্কটল্যান্ডের উত্তর-পশ্চিম অংশও এই প্রবল বৃষ্টির কবলে পড়বে।

বৃষ্টির পাশাপাশি কিছু অঞ্চলে শিলাবৃষ্টি ও প্রচণ্ড ঝোড়ো বাতাসও দেখা যেতে পারে। তবে এই আবহাওয়া মঙ্গলবার সকাল নাগাদ স্বাভাবিক হতে পারে, যদিও এর আগেই এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়ে যাবে।

এই প্রবল বৃষ্টির সাথে তাপমাত্রাও কমে যাবে। কয়েক দিন আগেও যেখানে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, সেখানে এখন এটি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

লন্ডন যুক্তরাজ্যের মূল ভূখণ্ডের সবচেয়ে উষ্ণ অঞ্চল হবে, যেখানে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

অন্যদিকে, স্কটল্যান্ডের উত্তরাঞ্চলে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে, যা মৌসুমী স্বাভাবিক অবস্থায় ফিরে আসার ইঙ্গিত দেয়।

এ বছর এখন পর্যন্ত গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় দেখা গিয়েছে ব্রিটেনে। ঝড় ইওয়িন আঘাত হেনেছিল ব্রিটেনে। এই ঝড়ের ফলে বাতাসের বেগ ১১৪ মাইল প্রতি ঘণ্টায় পৌঁছায়, যা পূর্ববর্তী রেকর্ড ভেঙে দেয়।

ফেব্রুয়ারির ২৪ তারিখে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৪ ইঞ্চি বৃষ্টিপাত হয়, যার ফলে রাস্তাঘাট আবারও বন্যার কবলে পড়ে।

মেট অফিস ওয়েলসের কিছু অংশের জন্য হলুদ আবহাওয়া সতর্ক বার্তা জারি করেছিল এবং জানিয়েছিল এই পরিস্থিতি “জীবনের জন্য বিপজ্জনক” হতে পারে।

যুক্তরাজ্যের পরিবেশ সংস্থা জানায়, মাত্র ৩০ সেন্টিমিটার গভীর পানি একটি গাড়িকে ভাসিয়ে নেওয়ার জন্য যথেষ্ট।

মেট অফিসের আবহাওয়াবিদ ক্যাথরিন চাল্ক ইউটিউবে একটি পূর্বাভাসে বলেন:

“রবিবারের অস্থির আবহাওয়ার পর, সোমবার বেশিরভাগ জায়গায় রোদ ওঠার সম্ভাবনা রয়েছে, তবে কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকবে। তাই সকালবেলা রাস্তায় বের হওয়ার সময় সতর্ক থাকুন, রাস্তায় পানি জমে যেতে পারে।”

তিনি আরও জানান,

“বৃষ্টির প্রবল রেখাটি পূর্ব দিকে সরবে, এর পেছনে উজ্জ্বল আকাশ দেখা যাবে। তবে দক্ষিণ ইংল্যান্ডের কিছু অংশ, লন্ডন এবং ইস্ট অ্যাংলিয়াতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

এছাড়া, উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের কিছু অংশে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

পরিবেশ সংস্থার বন্যা ব্যবস্থাপনা প্রধান সারা কুক জানান, দক্ষিণ ও মধ্য ওয়েলসে ভারী ও স্থায়ী বৃষ্টিপাতের ফলে উল্লেখযোগ্য বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

তিনি বলেন,

“দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড ও কামব্রিয়ার কিছু অংশেও স্থানীয়ভাবে বন্যা দেখা দিতে পারে।”

তিনি জনগণকে সতর্ক করে বলেন,

“অনুগ্রহ করে ভ্রমণের পরিকল্পনা সতর্কতার সাথে করুন এবং কখনোই বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালাবেন না – এটি দেখতে কম গভীর মনে হলেও, মাত্র ৩০ সেন্টিমিটার প্রবাহিত পানি আপনার গাড়িকে ভাসিয়ে নিতে পারে।”

বন্যা সতর্কতা:

নিম্নলিখিত ১৪টি অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে:

টিল অঞ্চলে ভূগর্ভস্থ বন্যার ঝুঁকি

বর্ন ভ্যালিতে ভূগর্ভস্থ বন্যার ঝুঁকি – দ্য উইন্টারবোর্নস

লোয়ার উইলি (ওয়ারমিনস্টার থেকে উইল্টন পর্যন্ত)

রিভার অ্যাভন (ডিডওয়ার্থি থেকে অ্যাভেটন গিফোর্ড পর্যন্ত)

রিভার অ্যাক্স (উপরি অঞ্চল) – উইনশাম থেকে অ্যাক্সমিনস্টার পর্যন্ত

রিভার ব্রু ও গ্লাস্টনবেরি মিলস্ট্রিম (লোভিংটন থেকে হাইব্রিজ পর্যন্ত)

রিভার ডার্ট (বাকফাস্টলি থেকে টটনেস পর্যন্ত, স্ট্যাভারটন অন্তর্ভুক্ত)

রিভার লিউ (গ্রিবলফোর্ড ব্রিজ ও হ্যাথারলি অঞ্চল)

রিভার প্যারেট (উপরি অংশ – সাউথ পেরট থেকে থর্নি পর্যন্ত)

রিভার স্ট্র্যাট ও নিট (হেলব্রিজ এলাকায়)

রিভার টরিজ (ডলটন থেকে বিডেফোর্ড পর্যন্ত, টাডিপোর্ট ও উইয়ার গিফোর্ড অন্তর্ভুক্ত)

রিভার ইয়ো (শার্বর্ন থেকে ইয়োভিল পর্যন্ত)

আপার ফ্রম (মেইডেন নিউটন এলাকায়)

আপার উইলি (ব্রিক্সটন ডেভারিল থেকে ওয়ারমিনস্টার পর্যন্ত)

এই তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে সামনের দিনগুলোতে প্রবল বৃষ্টি ও বন্যার ঝুঁকি রয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে সকল জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্রঃ দ্য সান

এম.কে
২৫ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকায় ছিল টিউলিপের নাম

ব্রিটেনের ইতিহাসের প্রথম মুসলিম মন্ত্রী বর্ণবাদের শিকার!

অনলাইন ডেস্ক

বৃটেনে ‘পরিবেশবান্ধব’ রমজানে মসজিদ হবে প্লাস্টিকমুক্ত