6.8 C
London
April 9, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভাইরাল হতে গিয়ে পরপর মৃত্যু, টিকটককে শতকোটি টাকা জরিমানা

ভাইরাল হতে গিয়ে একে একে তিন শিশুর মৃত্যু। তাই ভাইরাল চ্যালেঞ্জ ছড়ানো প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে ভিডিও প্ল্যাটফর্ম টিকটককে এক কোটি ডলার জরিমানা করেছেন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ প্রায় ১২০ কোটি টাকার সমান।

বুধবার সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের বিচারক তানিয়া ডি’আমেলিও কোম্পানিটিকে আট দিনের মধ্যে জরিমানার অর্থ প্রদানের নির্দেশ দিয়েছেন। এই অর্থ পরে ভাইরাল চ্যালেঞ্জের শিকার শিশুদের ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে।

বিচারক তানিয়া আরও নির্দেশ দেন, টিকটককে ভেনেজুয়েলায় একটি অফিস স্থাপন করতে হবে, যেন কর্তৃপক্ষ সরাসরি নিজেদের প্রতিনিধিত্ব করতে পারে।

তবে আদালত জানাননি, টিকটক এই রায় না মানলে কী ধরনের শাস্তি পেতে পারে।

তানিয়া জানান, ভাইরাল চ্যালেঞ্জের কারণে তিনটি শিশু মারা গেছে এবং অনেকেই এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি নির্দিষ্ট কোনো ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি।

এর আগে গত নভেম্বরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছিলেন, কমপক্ষে দুই শিশু এমন চ্যালেঞ্জে অংশ নিয়ে মারা গেছে, যেখানে তাদের শ্বাসের সঙ্গে বিষাক্ত পদার্থ গ্রহণের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।

আদালতের রায়ে বলা হয়েছে, ‘ভাইরাল চ্যালেঞ্জ সম্পর্কিত কনটেন্টের প্রচার রোধ করতে প্রয়োজনীয় এবং যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে টিকটক। এটি ভেনেজুয়েলার আইন লঙ্ঘন করেছে।’

নতুন এই সিদ্ধান্তটি এসেছে দেশটির শিক্ষামূলক সংগঠন ‘বলিভারিয়ান মুভমেন্ট অব অ্যারিস্টোবুলো ইস্তুরিজ ফ্যামিলিস’-এর করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে। আবেদনে বলা হয়েছে, ভাইরাল চ্যালেঞ্জ কিশোরদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে।

গত নভেম্বরে প্রেসিডেন্ট মাদুরো টিকটককে ভাইরাল চ্যালেঞ্জ সম্পর্কিত কনটেন্ট সরানোর দাবি জানানোর পর আদালত ওই আবেদনটি গ্রহণ করেছিল।

সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলার সরকার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ করেছে। ভেনেজুয়েলার নির্বাচন নিয়ে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক প্রশ্ন তুললে গত আগস্টে তাঁর মালিকানাধীন এক্স মাধ্যম ১০ দিনের জন্য বন্ধ করে দিয়েছিল মাদুরো সরকার।

সূত্রঃ সিএনএন

এম.কে
০২ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

তুরস্কে জরুরি অবতরণ ইসরায়েলি বিমানের, ‘জ্বালানি দেয়নি’ বিমানবন্দরের কর্মীরা

রোজা রাখলেন, ইফতারেও অংশ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

মহাকাশে আটকে পড়াদের পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে কী? যা জানালো ইসরো