2 C
London
January 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ভাইয়ের আত্মহত্যা নিয়ে যা জানালেন সাজিদ জাভিদ

প্রাক্তন চ্যান্সেলর সাজিদ জাভিদ সম্প্রতি তার ভাইয়ের আত্মহত্যা সম্পর্কে কথা বলেছেন। তিনি বিবিসিকে বলেছেন তার পরিবার এরকম দুর্ঘটনা ঘটবে তা আঁচ করতে পারেনি।

 

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রেডিও ফোর এর টুডে প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন মি. জাভিদ। ২০১৮ সালের জুলাই মাসে তার ভাই তারিকের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি, সে কথাই সবাইকে জানালেন।

 

‘আগেরদিন সে সেখানে ছিল, পরের দিনই চলে গেলো!’

‘আমি এখনও মনে মনে ভাবি… তার জীবন বাঁচানোর জন্য আমি কিছু করতে পারতাম কিনা’ কনজারভেটিভ এমপি বলেন।

 

২০২১ সালে যুক্তরাজ্যে ৫ হাজারেরও বেশি মানুষ আত্মহত্যা করেছে, তাদের তিন-চতুর্থাংশ পুরুষ।

 

মি: জাভিদ বলেন, তিনি অনুভব করেছিলেন যে কিছু ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের পাশাপাশি কলঙ্কের ভয় পুরুষদের তাড়াতাড়ি সাহায্য চাইতে বাধা দেয়।

 

পুরুষদের কথা না বলার একটি ‘মাচো’ সংস্কৃতিও রয়েছে,” তিনি বলেন, তার ভাই যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছিলেন সে সম্পর্কে তিনি কখনো কথা বলেননি৷

 

১২ অক্টোবর ২০২২
সূত্র: বিবিসি

আরো পড়ুন

যুক্তরাজ্যে এমপি হলেন ২২ বছরের স্যাম কার্লিং

রেকর্ড রানের জয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করল বাংলাদেশ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে বাবা-চাচা ও সৎ মা মিলে ১০ বছরের শিশুকে হত্যা