8.6 C
London
November 25, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে যেসব পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকার

করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত অঞ্চলগুলোতে ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের কিরক্লিজ, বেডফোর্ড, বার্নলে, লিসেস্টার, হউনস্লো এবং উত্তর টিনেসাইডের বাসিন্দাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কারণ এসব অঞ্চলে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি।

 

১৪ মে থেকে গ্রেটার ম্যানচেস্টারে বোল্টন এবং টারভেনের নিকটবর্তী ব্ল্যাকবার্নের বাসিন্দাদের অপরিহার্য কারণ ছাড়া ঘরের বাইরে মানুষদের সাথে মেলামেশা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

স্থানীয় কর্তৃপক্ষের কয়েকজন জানিয়েছেন, নতুন পরামর্শ সম্পর্কে তাদেরকে অবিহিত করা হয়নি। নর্থ টাইনেসাইড কাউন্সিলের সাথে কথা হলে তিনি বলেন কর্মকর্তারা সোমবার (২৪ মে) পর্যন্ত এ সম্পর্কে জানেন না।

 

ডারউইনের জনস্বাস্থ্য পরিচালক ডমিনিক হ্যারিসনের বলেন, আক্রান্ত্র অঞ্চলগুলোতে এই নির্দেশিকা সম্পর্কে কোনও পরামর্শ, সতর্কতা, বা অবহিত করা হয়নি।

 

বোল্টনের দক্ষিণ পূর্বের লেবার পার্টির সাংসদ ইয়াসমিন কুরেশি বলেন, কোনো দিকনির্দেশনা দিয়ে তাকে অবহিত করা হয়নি।

 

তবে ডাউনিং স্ট্রিট সূত্র বিবিসিকে জানিয়েছে, সমস্ত অঞ্চলকে পরামর্শ সম্পর্কে বলা হয়েছে।

 

ইংল্যান্ডের আটটি অঞ্চলের মানুষদের কি কি বিধিনিষেধ মানতে হবে তার গাইডলাইনে প্রকাশ করা হয়েছে।

 

পরামর্শগুলো হলো:

• সম্ভব হলে কোনো বাড়ির ভিতরে না গিয়ে বাইরে দেখা করুন
• আপনি যাদের সাথে থাকেন না, তাদের থেকে দুই মিটার দূরত্ব বজায় রাখুন।
• অপরিহার্য না হলে আক্রান্ত্র অঞ্চলে ভ্রমণ এবং বাইরে যাওয়া এড়িয়ে চলুন।

 

স্বাস্থ্য সচিব ম্যাট হ্যাঙ্কক বুধবার (১৯ মে) ডাউনিং স্ট্রিটে একটি সংবাদ সম্মেলনে করেন। সেখানে তিনি মানুষদের করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধ করার জন্য তাদের দ্বিতীয় ভ্যাকসিন ডোজ নেওয়ার আহ্বান জানান।

 

 

সূত্র: স্কাই নিউজ
২৫ মে ২০২১
এসএফ

আরো পড়ুন

Levelling Up For Landlords 🏠

তহবিল ঘটতিঃ রোহিঙ্গাদের খাদ্য ভাউচারের পরিমাণ কমাচ্ছে ডব্লিউএফপি

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় জাতিসংঘ