22.4 C
London
August 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতে উড়োজাহাজ দুর্ঘটনার পর বোয়িংয়ের শেয়ারে ৮% দরপতন

ভারতের আহমেদাবাদে ২৪২ জন আরোহীসহ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের বাজারে প্রি-মার্কেট লেনদেনে বোয়িংয়ের শেয়ারের দামের প্রায় ৮ শতাংশ পতন হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের। এটি বোয়িংয়ের সবচেয়ে আধুনিক যাত্রীবাহী উড়োজাহাজগুলোর একটি।

আজকের এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে, তারা আরও তথ্য সংগ্রহের জন্য কাজ করছে।

এ দুর্ঘটনা এমন সময় ঘটল, যখন নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্থবার্গের অধীনে বোয়িং নিরাপত্তা বিষয়ে আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছিল।

দুর্ঘটনার খবর প্রকাশের পর প্রিমার্কেট ট্রেডিংয়ে বোয়িংয়ের শেয়ার প্রায় ৮ শতাংশ কমে ১৯৬.৫২ ডলারে দাঁড়িয়েছে।

সূত্রঃ রয়টার্স

এম.কে
১৩ জুন ২০২৫

আরো পড়ুন

কাজের ভিসা ছাড়া পর্তুগালে থাকার অনুমতি পাবে না বিদেশি কর্মীরা

অবৈধ অভিবাসীবাহী মার্কিন সামরিক বিমানকে ‘অবতরণের অনুমতি দেয়নি মেক্সিকো’

সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার ইরানের