11 C
London
April 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতে পর্যটকদের উপর হামলা, ২৬ জন নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এক বেঁচে যাওয়া নারী। হামলায় স্বামীকে হারানো এই নারী জানান, ‘আমরা ভেলপুরি খাচ্ছিলাম, হঠাৎ সন্ত্রাসীরা এসে আমার স্বামীকে গুলি করল। তারা বলল, সে মুসলমান নয়।’

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পর্যটকদের ওপর চালানো ওই সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। আহত হয়েছেন আরও অনেকে।

বেঁচে যাওয়া ওই নারীর কথায়, হামলাকারীরা পরিচয় যাচাই করে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হামলা চালিয়েছে। শোক ও আতঙ্কে তিনি জানান, চোখের সামনে স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থলে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, এক নারী অঝোরে কাঁদছেন ও সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন। বারবার বলছেন, ‘দয়া করে, আমার স্বামীকে বাঁচান।’ তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন দুজন পুরুষ।

আরেকটি ভিডিওতে দেখা যায়, গুরুতর আহত একজনকে সাহায্য করতে ছুটে আসছেন এক নারী। তাড়াহুড়ো করে তিনি বলছেন, ‘স্যার, দয়া করে, দয়া করে সাহায্য পাঠান।’

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে পেহেলগামে এমন হামলার ঘটনা বিরল। পর্যটন মৌসুমে প্রতিনিয়ত হাজারো পর্যটক ভিড় করেন এলাকাটিতে। হামলার পর তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এই হামলাকে কাশ্মীর উপত্যকায় ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিহতদের মধ্যে দুজন বিদেশি পর্যটক রয়েছেন—একজন সংযুক্ত আরব আমিরাতের এবং অন্যজন নেপালের নাগরিক।

সূত্রঃ রয়টার্স

এম.কে
২৪ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

শতাধিক ইসরাইলি সামরিক কর্মকর্তারা পদত্যাগ, নেপথ্যে যা জানা যাচ্ছে

রাশিয়ায় ঘুরতে যাওয়া ৭ ভারতীয়কে ইউক্রেন যুদ্ধে পাঠিয়ে দেওয়া হলো

নিজ দেশে ফিরে গেলে অভিবাসীদের ৩৪ হাজার ডলার দেবে সুইডেন