ভারতে পা দিয়েই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বললেন, ‘আমি গর্বিত হিন্দু! মন্দিরে যেতে চাই’।
ভারতে অবস্থানকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রীর এটাই প্রথম ভারত সফর। জি-২০-এর মতো মেগা ইভেন্টে অংশ নিতে পেরে গর্ববোধ করছি।
তিনি সংবাদসংস্থাকে বলেন, আমি গর্বিত হিন্দু। সেভাবেই আমি বড় হয়েছি। আমি এমনই। আশা করছি আমি কোনো মন্দিরে যেতে পারব। যেহেতু আমি কয়েকদিন এখানে রয়েছি। আমাদের সদ্য রাখি বন্ধন হয়েছে। আমার বোনদের কাছ থেকে রাখি পেয়েছি। আমার কাছে সেই সব রাখি রয়েছে। আমার জন্মাষ্টমী পালনের মতো যথেষ্ট সময় ছিল না। তবে এবার যদি কোনো মন্দিরে যেতে পারি তবে হয়তো সেটা পূরণ হবে।
সম্প্রতি রামকথার আসর বসেছিল ব্রিটেনে। সেখানে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি সেই সময় বলেছিলেন, ব্রিটিশের পাশাপাশি হিন্দু হিসেবে গর্বিত। ছোটবেলায় ভাই -বোনদের সাথে পুজো দিতে যেতাম। প্রসাদ খেতাম। মূলত এই যে সেবা করার ব্রত, এই হিন্দু মূল্যবোধটা ব্রিটিশ মূল্যবোধের সাথে মিলে যায়।
এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৩