4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
দক্ষিণ এশিয়াশীর্ষ খবর

ভারতে ১ দিনে করোনায় ৪ হাজারের বেশি মৃত্যু

প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় চার হাজার অতিক্রম করেছে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা। মহামারিতে চরম বিপর্যয়ে থাকা দেশটিতে প্রতিদিন বাড়ছে এই মৃত্যুর মিছিল। এদিকে নতুন শনাক্ত রোগীর সংখ্যা এদিনও ছাড়িয়েছে চার লাখ।

 

শনিবার (৮ মে) এ তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ডো মিটার। সকালে এই তথ্য সামান্য হালনাগাদ হতে পারে।

 

ওয়ার্ল্ডো মিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ২৭১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৪ হাজার ১শ ৯৪ জনের।

 

দেশটির গবেষকরা বলছেন, গেল দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী গোয়ায়। সেখানে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি।

 

ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৫৫৬ জন। আর মোট মৃত্যু ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জন। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই মোট আক্রান্ত ৫০ লাখ। আর মৃত্যু হয়েছে ৭৪ হাজারের বেশি মানুষের।

 

৮ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

লাল তালিকার বিলুপ্তি: যুক্তরাজ্য ভ্রমণে নেই কোনো দেশের বাঁধা

বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার