9.1 C
London
January 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ভার্চুয়াল মিটিংয়ে ‘অপ্রস্তুত মুহূর্ত’: বাথরুমে ঢুকে ক্যামেরা বন্ধ করতে ভুলে গেলেন স্কটিশ কাউন্সিলর

স্কটল্যান্ডের গ্লাসগো সিটি কাউন্সিলের এক ভার্চুয়াল মিটিংয়ে ঘটেছে এক বিব্রতকর ঘটনা। লেবার পার্টির কাউন্সিলর হানিফ রাজা অনলাইনে যোগ দেওয়া অবস্থায় ক্যামেরা বন্ধ করতে ভুলে বাথরুমে ঢুকে পড়েন, এবং সেই দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয় সহকর্মীদের সামনে।

ঘটনাটি ঘটে বুধবার সকালে কাউন্সিলের একটি নিয়মিত ভার্চুয়াল সভায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ রাজাকে ল্যাপটপ হাতে নিয়ে বাথরুমে প্রবেশ করতে দেখা যায়। এরপর তিনি ট্রাউজার খুলে টয়লেটে বসে পড়েন, অথচ তার ল্যাপটপ ক্যামেরা তখনও চালু ছিল।

মিটিংয়ে উপস্থিত এক সদস্য তৎক্ষণাৎ সতর্ক করে বলেন, “আপনি কি জানেন আপনার ক্যামেরা এখনো অন আছে?”—সৌভাগ্যবশত, রাজা ওই সতর্কবার্তা শোনার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন এবং ভিডিও বন্ধ করেন, ফলে অস্বস্তিকর পরিস্থিতি আরও বড় আকার ধারণ করেনি।

ঘটনাটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় রাজনৈতিক মহলে হাস্যরসের জন্ম দেয়। অনেকে এটিকে “ভার্চুয়াল মিটিংয়ের যুগে ব্যক্তিগত সতর্কতার শিক্ষা” হিসেবে উল্লেখ করেছেন। তবে কাউন্সিলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এক স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কাউন্সিলের টেকনিক্যাল টিম ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মিটিং সিকিউরিটি প্রটোকল আরও জোরদার করার বিষয় বিবেচনা করছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

মিটিংয়ের নামে মদ নিয়ে গার্ডেন পার্টি: যেভাবে ব্যাঙ্গ হতে হলো বরিস জনসনকে

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে একা বাড়িতে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু, ক্ষুধায় মারা গেল ২ বছরের শিশু

ব্রিটিশ পাসপোর্টে আসছে রাজা চার্লসের নতুন প্রতীক, ডিসেম্বর থেকে চালু নতুন ডিজাইন