4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভিজিট ভিসা নিয়ে আমিরাতের বড় ঘোষণা

বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আকৃষ্ট করতে গত কয়েক বছর ধরে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এবার ভিজিট ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, যেসব পর্যটক আরব আমিরাতে ৩০ দিন বা ৬০ দিনের পর্যটন বা ভিজিট ভিসা নিয়ে আসবেন, তারা চাইলে আমিরাতে অবস্থান করার সময়ই এ ভিসার মেয়াদ আরও ৩০ দিন বাড়াতে পারবেন।

মূলত যারা আমিরাতের সৌন্দর্য্য আরও বেশি উপভোগ বা অন্যান্য কাজ সম্পন্ন করতে চান— তাদের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ এবং জেনারেল ডাইরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স।

 

 

 

 

গত বছরের অক্টোবর থেকে ভিসা প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনা শুরু করে আরব আমিরাত। ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ভিজিট ভিসাতেও অনেক পরিবর্তন এসেছে।

আমিরাতের ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপের (আইসিপি) তথ্য অনুযায়ী, যেসব ব্যক্তির কাছে ৩০ অথবা ৬০ দিনের ভিজিট ভিসা আছে তারা এখন চাইলে দেশটিতে আরও ৩০ দিন অবস্থান করতে পারবেন। যা সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।

তবে ভিজিট ভিসাধারীরা এক বছরের মধ্যে ১২০ দিনের বেশি আমিরাতে অবস্থান করতে পারবেন না।

এম.কে
০২ জুন ২০২৩

আরো পড়ুন

ব্রিটিশ অভিবাসন আইনে দফায় দফায় পরিবর্তন, লক্ষ্য বিদেশি শিক্ষার্থী

মার্কিন পররাষ্ট্র দফতর ভারতকে টার্গেট করছেঃ বিজেপি

বিধ্বস্ত গাজায় ক্ষুধার্ত মানুষের নিঃশব্দ ঈদ, ধ্বংসস্তূপে নামাজ