3 C
London
November 28, 2023
TV3 BANGLA
বাংলাদেশ

ভিসার মেয়াদ নিয়ে চিন্তার কোনো কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন,  করোনার কারণে বিদেশে অনেক প্রবাসী সমস্যায় রয়েছেন। ভিসার মেয়াদ থাকার পরও তারা সেদেশে ফিরে যেতে পারছেন না। তবে ভিসার মেয়াদ নিয়ে তাদের চিন্তার কোনো কারণ নেই। বিনা খরচে ভিসা অটোমেটিক রিনিউ হবে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনার কারণে বিদেশে অনেক প্রবাসী সমস্যায় রয়েছেন। করোনা সংকট কিছুটা কেটে যাওয়ায় আটকা পড়া প্রবাসীরা ফিরতে শুরু করেছেন। তবে কয়েকটি দেশ নতুন নতুন আইন জারি করে কিছুটা সমস্যা করছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন আইন করেছেন, শুধু ভিসার মেয়াদ থাকলেই প্রবাসীরা ফিরে যেতে পারবেন না। এজন্য প্রয়োজন হবে কফিলের গ্রিন সিগন্যাল। নতুন এই আইনের কারণে কিছু প্রবাসীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভিসার মেয়াদ থাকার পরও তারা সেদেশে ফিরে যেতে পারছেন না। তবে এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাজ চলছে। প্রবাসীদের অবস্থা এত খারাপ থাকবে না।

জাতির পিতার প্রতিকৃতি উদ্বোধনের পর ১৫ আগস্টের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মন্ত্রী।


১৯ আগস্ট ২০২০
বিশেষ প্রতিনিধি (সিলেট)
এমকেসি/এনএইচটি

আরো পড়ুন

দলিলাদি যার ভুমি তার –আসছে নতুন ভুমি আইন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে টাইগারদের সাবেক কোচ

নিউজ ডেস্ক

কোভিডের সেকেন্ড ওয়েভ দেখছে যুক্তরাজ্য: বোরিস জনসন

অনলাইন ডেস্ক