16 C
London
November 24, 2024
TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবর

ভিসা ও ইমিগ্রেশনে পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া

করোনায় ক্ষতিগ্রস্ত অভিবাসন খাতের পুনরুদ্ধারে বেশকিছু নীতিমালা এনেছে অস্ট্রেলিয়া।

 

গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কার্যকর হওয়া ইমিগ্রাশন আইনে আন্তর্জাতিক শিক্ষার্থী ও ছুটির দিনে কাজের ভিসার মেয়াদ ও কর্মঘণ্টা বাড়ানো হয়েছে। এ ছাড়া দেশটির নাগরিকত্ব আবেদনের ফি বেড়েছে।

 

তবে অভিবাসন দক্ষতার ওপর ২২টি পেশাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া আসিয়ানের ১০টি দেশকে নিয়ে কৃষি ভিসা চালু করেছে দেশটি।

প্রাধান্য দেওয়া পেশাগুলোর মধ্যে নির্মাণ প্রকৌশলী, তড়িৎ প্রকৌশলী, যন্ত্র প্রকৌশলী, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট, পশু চিকিৎসক, জেনারেল প্র্যাকটিশনার, আবাসিক মেডিকেল অফিসার, মনোরোগ বিশেষজ্ঞ ও ধাত্রী রয়েছে।

 

নতুন নীতিমালায় অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের বেশি ঘণ্টা কাজের সুযোগের কথা নিশ্চিত করা হয়েছে। আগে একজন বিদেশি শিক্ষার্থীর ১৪ দিনের মধ্যে সর্বোচ্চ ৪০ ঘণ্টা বৈধ কাজের অনুমতি ছিল। তবে করোনা সংকটের সার্বিক ক্ষয়ক্ষতির কথা বিবেচনায় এনে এ সীমিত কর্মঘণ্টার শর্ত তুলে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের জরুরি খাতে বা পর্যটন খাতে কর্মরত হতে হবে।

 

 

৪ জুলাই ২০২১
সূত্র: এসবিএস, স্ট্যাডি ইন্টরন্যাশনাল

আরো পড়ুন

অস্ট্রেলিয়া ভিসা ব্যবস্থা পর্যালোচনা করেছে কারণ এটি কঠোর COVID নিয়মের পরে কর্মীদের ঘাটতির সাথে লড়াই করছে।

Proof of income for property mortgage

জেনে নেই রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাজ্যের রাজার কাজ