3.2 C
London
January 9, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ভেন্টিলেশনে ওবায়দুল কাদের, ভারতের অ্যাপোলো হাসপাতাল থেকে বাসায় চিকিৎসার সিদ্ধান্ত

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। তিনি বর্তমানে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

 

হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার হঠাৎ তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এ সময় তিনি প্রায় সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান এবং নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা শুরু করেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান সংকটাপন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ওবায়দুল কাদেরকে হাসপাতাল থেকে কলকাতায় ভাড়া নেওয়া বাসায় স্থানান্তর করা হবে। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে লাইফ সাপোর্টসহ প্রয়োজনীয় মেডিকেল ফ্যাসিলিটি নিশ্চিত করে তার চিকিৎসা চালানো হবে।

চিকিৎসাসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও সাম্প্রতিক অবস্থার অবনতি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসায় চিকিৎসা ব্যবস্থার মধ্যেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও জরুরি চিকিৎসা সহায়তার প্রস্তুতি রাখা হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের ভারত চলে যান। এরপর থেকে তিনি কলকাতায় অবস্থান করছিলেন এবং সেখানেই তার চিকিৎসা চলছিল বলে জানা গেছে।

তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

সূত্রঃ স্যোশাল মিডিয়া \ মানবজমিন

এম.কে

আরো পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপের ২৮ রাষ্ট্রদূত

“বাংলাদেশে কোনো হিন্দুবিরোধী সহিংসতা নেই”—মুহাম্মদ ইউনূসের দাবি

হাসিনাকে নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা