7.2 C
London
December 14, 2024
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

‘মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে করোনা পৌঁছায়নি’

করোনা ভাইরাসের তাণ্ডব চলছে পুরো বিশ্বে। কিন্তু এই মহামারি স্পর্শ করতে পারেনি মুসলমানদের দুই পবিত্র স্থান মক্কা ও মদিনাকে। এমন মন্তব্য করেছেন সৌদি আরবের মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।

 

তিনি বলেছেন, পৃথিবীর দুটি মাত্র স্থানে মহামারি পৌঁছায়নি। আর তা হলো মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ।

 

‘করোনার মহামারি চলাকালীন ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবা প্রদানের ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টা’ শীর্ষক একটি সিম্পোজিয়ামে অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন।

 

তিনি বলেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের গৃহীত কার্যকর পদক্ষেপগুলো প্রমাণ করেছে, এই জাতি সংকট ও দুর্যোগ মোকাবিলায় সবার কাছে অনুকরণীয়। এটি সম্পূর্ণ সক্ষমতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

 

সিম্পোজিয়ামে আরও উপস্থিত ছিলেন মদিনা ও আসিরের গভর্নর, রয়েল কোর্টের উপদেষ্টা, মসজিদ আল হারামের গ্র্যান্ড মুফতি শায়খ খালিব ইবনে হুমাইদ, স্বাস্থ্য, হজ, ওমরাহ মন্ত্রীরা ও সুরক্ষা কর্তৃপক্ষের কর্মকর্তারা।

 

 

৯ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

ঢাকার ৫ হাসপাতালে শুরু হচ্ছে ভ্যাকসিনেশন কার্যক্রম

করোনায় বাংলাদেশে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ১০৩১ কোটি টাকার সহায়তা দেবে ইইউ

অনলাইন ডেস্ক

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকাকে টিকা রপ্তানি বন্ধের হুমকি!