TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

‘মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে করোনা পৌঁছায়নি’

করোনা ভাইরাসের তাণ্ডব চলছে পুরো বিশ্বে। কিন্তু এই মহামারি স্পর্শ করতে পারেনি মুসলমানদের দুই পবিত্র স্থান মক্কা ও মদিনাকে। এমন মন্তব্য করেছেন সৌদি আরবের মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।

 

তিনি বলেছেন, পৃথিবীর দুটি মাত্র স্থানে মহামারি পৌঁছায়নি। আর তা হলো মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ।

 

‘করোনার মহামারি চলাকালীন ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবা প্রদানের ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টা’ শীর্ষক একটি সিম্পোজিয়ামে অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন।

 

তিনি বলেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের গৃহীত কার্যকর পদক্ষেপগুলো প্রমাণ করেছে, এই জাতি সংকট ও দুর্যোগ মোকাবিলায় সবার কাছে অনুকরণীয়। এটি সম্পূর্ণ সক্ষমতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

 

সিম্পোজিয়ামে আরও উপস্থিত ছিলেন মদিনা ও আসিরের গভর্নর, রয়েল কোর্টের উপদেষ্টা, মসজিদ আল হারামের গ্র্যান্ড মুফতি শায়খ খালিব ইবনে হুমাইদ, স্বাস্থ্য, হজ, ওমরাহ মন্ত্রীরা ও সুরক্ষা কর্তৃপক্ষের কর্মকর্তারা।

 

 

৯ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

সমালোচনার মুখে সরে দাঁড়ালেন এসআই আকবরের আইনজীবী

অনলাইন ডেস্ক

হুথিদের আক্রমণে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করলো ব্রিটিশ কোম্পানি বিপি

ক্রিসমাসের আগে আভ্যন্তরীণ দ্বন্দ্বে টেসকো

অনলাইন ডেস্ক