4 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

মঙ্গলে অভিযানে যাওয়ার চেয়ে টিকায় বিনিয়োগ ভালো: বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের একসময়ের শীর্ষ ধনী বিল গেটস মনে করেন, যেখানে বিশ্বের কোটি কোটি মানুষের কোনো টিকা নিরাপত্তা নেই, সেখানে মঙ্গল গ্রহে অভিযান পরিচালনা একপ্রকার অপব্যয়। এ কারণে তিনি মঙ্গল অভিযানের পরিবর্তে তিনি টিকায় বিনিয়োগে আগ্রহী।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘সত্যিকার অর্থে, মঙ্গল গ্রহে যাওয়া খুবই ব্যয়সাপেক্ষ একটি ব্যাপার; তার চেয়ে আপনি যদি ১ হাজার ডলার ব্যয় করে হামের টিকা কিনে বিতরণ করেন— তাহলে অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব।’

সম্প্রতি বর্তমান বিশ্বের অপর দুই শীর্ষ ধনী এলন মাস্ক ও জেফ বেজোস মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

অপরদিকে বিবিসিকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাতকারে এ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বিল গেটস বলেন, ‘আমার মনে হয়, মঙ্গলে যাওয়ার চেয়ে টিকা কেনা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিল গেটস বলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ‘নাটকীয়ভাবে’ মানব সভ্যতাকে বদলে দিতে পারে। এটি (কৃত্রিম বুদ্ধিমত্তা) আমাদের চিকিৎসা ও বিজ্ঞানের নানা প্রশ্নের উত্তর জানতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এটি শুধু রোবট নয়, এটি পড়তে ও লিখতে আমাদের সহায়তা করে। এমনকি এটি আমাদের উৎপাদনশীলতা বাড়াতেও ভূমিকা রাখবে।’ সূত্র: বিবিসি

আরো পড়ুন

ভারতে অভিনব শাস্তি দিলেন বিচারক

নিউজ ডেস্ক

জনসংখ্যা বাড়াতে দেশবাসীকে পুতিনের পরামর্শ

পাকিস্তানের সাথে যুগান্তকারী বন্দিবিনিময় চুক্তি সাক্ষর করলেন প্রীতি প্যাটেল