6.6 C
London
December 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মধ্যরাতে উইলিয়াম-কেটের রাজপ্রাসাদে চোরের হানা, নিয়ে গেল বাইক-পিকআপ

প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ক্যাথেরিনের রজপ্রাসাদে হানা দিয়েছে চোর। সন্তানদের নিয়ে বাসভবনে থাকাকালীন উইন্ডসর ক্যাসেল এস্টেটের নিরাপত্তা গেট টপকে ঢুকে পড়ে মুখোশধারী চোরেরা। তারা চোরাই ট্রাকে করে একটি বাইক ও রজপ্রাসাদের খামারের পিকআপ গাড়ি চুরি করে নিয়ে গেছে।

সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, রাতের বেলায় দুই ব্যক্তি ৬ ফুট বেড়া টপকে রাজপ্রাসাদের মাঠে ঢুকে যায়। তখন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস এবং তাদের সন্তানরা কাছেই অ্যাডিলেড কটেজে ঘুমিয়ে ছিলেন।

তবে এ সময় রাজা ও রানী রজপ্রাসাদে ছিলেন না। এমন ঘটনার পর রাজপরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

টেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি রাত ১১টা ৪৫ মিনিটে আমরা ক্রাউন এস্টেটের ভূমিতে চুরির খবর পাই। অপরাধীরা একটি খামার ভবনে প্রবেশ করে এবং একটি কালো ইসুজু পিক-আপ এবং একটি লাল কোয়াড বাইক নিয়ে পালিয়ে যায়। তবে এখন পর্যায়ে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তদন্ত চলছে।

 

২০২১ সালের বড়দিনে এক ব্যক্তি উইন্ডসর ক্যাসেলের বেড়া টপকে ‘ক্রসবো’সহ ঢুকে পড়েন। লোকেরা তাকে ধরে ফেলতে তিনি জানান, রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যা করতে চান। পরে আক্রমণাত্মক অস্ত্র রাখা এবং হত্যার হুমকি দেওয়ার জন্য নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে।

সূত্রঃ দ্য সান

এম.কে
১৮ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

বিমানবন্দরে মানবাধিকার কর্মীকে আটকের কারণে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিবের ক্ষমাপ্রার্থনা

আন্তর্জাতিক শিক্ষার্থীর অভাবে সংকটে ব্রিটেনের ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঞ্চয় রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা বৃদ্ধি