10.7 C
London
February 23, 2025
TV3 BANGLA
আরো

মাঝ আকাশে বিমানের ভেতর সাপ, আতঙ্কে যাত্রীরা

হলিউডের বিখ্যাত সিনেমা ‘এ স্নেক অন দ্যা প্লেন’ সিনেমার মতো একই ঘটনার মুখোমুখি হয়েছেন এয়ার এশিয়ার বিমান যাত্রীরা।

গত ১৩ জানুয়ারি এয়ার এশিয়ার ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফুকেট যাচ্ছিল। মাঝ আকাশে হঠাৎ প্লেনের মধ্যে দেখা মিলে একটি সাপের। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

বিমানে সাপ জানতে পেরে এক বিমানকর্মী প্রথমে একটি বোতল নিয়ে এসে সাপটিকে তার ভেতর বন্দি করার চেষ্টা করেন। কিন্তু সরু সাপটি সে ফাঁদে পা দেয়নি। পরে একটি বিশাল ব্যাগ এনে সাপটিকে ওই ব্যাগের খোলা মুখের কাছে আনেন বিমানকর্মী। তারপর সাপটি সেই ব্যাগের মধ্যে পড়ে যেতেই ব্যাগের মুখ চেপে ধরেন তিনি।

বিমানের ভেতর সাপ আরও আছে কিনা এই চিন্তায় আতঙ্কে ছিল যাত্রীরা। তবে পরে তাদের আর কোনো সাপের মুখে পড়তে হয়নি।

বিমানে সাপ দেখার ঘটনা নতুন নয় এর আগেও অনেক ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে। গত ২০২২ সালে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ পরিষেবা সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের ভেতর জীবন্ত সাপ পাওয়া গিয়েছিল। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নিউ জার্সি অঙ্গরাজ্যের দিকে যাচ্ছিল। নিউ জার্সির বিমান বন্দরের কাছে পৌঁছানোর পর যখন সেটি নামার প্রস্তুতি নিচ্ছে, সেসময়ই উড়োজাহাজের বিজনেস ক্লাসের কয়েকজন যাত্রী সেই উড়োজাহাজের মেঝেতে সাপটিকে দেখতে পান। সাপটি গাটার স্নেক প্রজাতির। তবে এটি একটি নির্বিষ প্রজাতির সাপ।

তারও আগে ২০১৬ সালে মেক্সিকোর সরকারি বিমান পরিষেবা সংস্থা অ্যারোমেক্সিকোর একটি উড়োজাহাজ আকাশে থাকা অবস্থায় একটি বড় সাপ পাওয়া গিয়েছিল ভেতরে। সেটি ছিল বিষধর গ্রিন ভাইপার প্রজাতির।

তবে কোনো ঘটনাতেই উড়োজাহাজের কোনো যাত্রী বা ক্রু হতাহতের ঘটনা ঘটেনি।

এম.কে
২২ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

কুকুর পোষা সমাজতন্ত্রের সঙ্গে বেমানান—নিষিদ্ধ হলো উত্তর কোরিয়ায়

ইউরোপের সুন্দর দেশ আলবেনিয়া টানছে ভ্রমণকারীদের

চাকরি খুঁজে দেবে এক্স, আবেদন করা যাবে সহজেই