ফ্রান্সে ২৪ ঘণ্টায় ৩৫ হাজারের বেশি মানুষের কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মাসব্যাপী লকডাউনে যাচ্ছে প্যারিস। বিবিসি জানায়, দেশটির অন্তত ১৫টি বিভাগে শুক্রবার (১৯ মার্চ) মধ্যরাত থেকে এই লকডাউন কার্যকর হবে।
জানা যায়, প্যারিসে এক হাজার দুই শতাধিক মানুষ নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। গত বছরের নভেম্বরে করোনার দ্বিতীয় ধাক্কা চলার সময়ও সেখানে এতো রোগী আইসিইউতে ছিল না।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ কাস্টেক্স বলেছেন, ‘সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে করে করোনার তৃতীয় ধাক্কা আসন্ন বলে মনে হচ্ছে। এই নীতিমালা অবশ্য আগের মতো কঠোর হবে না। মানুষজন দরকারে বাইরে বের হতে পারবে।’
উল্লেখ্য, ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪১ লাখ ৮১ হাজার ছয়শ সাতজন এবং মারা গেছে ৯১ হাজার ছয়শ ৭৯ জন।
১৯ মার্চ ২০২১
নিউজ ডেস্ক