8.5 C
London
December 26, 2024
TV3 BANGLA
Uncategorized

মাস্ক ছাড়াই ফের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফ্লোরিডার স্যানফোর্ডে নির্বাচনী প্রচারণায় হাজার হাজার সমর্থককের সামনে মাস্ক ছাড়াই ভাষণ দিয়েছেন ট্রাম্প।সমর্থকদের অনেকের মুখেও মাস্ক ছিল না সেই সময়।

তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ওহায়োতে এক বক্তব্যে প্রেসিডেন্টকে “বেপরোয়া আচরণ” করার জন্য অভিযুক্ত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর তিন সপ্তাহ বাকি। আগামী ৩ নভেম্বর নির্বাচনের আগেই ভোট নিশ্চিত করতে চাইছেন দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী, রিপাবলিকান ট্রাম্প এবং ডেমোক্র্যাট জো বাইডেন।

মাত্র ১১ দিন আগে কোভিড-১৯ পজিটিভ হন ট্রাম্প। গত ১ অক্টোবর ট্রাম্প নিজেই ঘোষণা দেন, তিনি করোনায় আক্রান্ত। এর পর ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি হন ট্রাম্প। সেখানে তিন দিন চিকিৎসা শেষে হোয়াইট হাউসে ফেরেন তিনি।

সোমবার (৫ অক্টোবর)হোয়াইট হাউসের চিকিৎসক কোনলি জানান, প্রেসিডেন্টের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আর এখন তিনি অন্য কারও জন্য সংক্রামক নন।

কিন্তু করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার পরও ট্রাম্প নিজে মাস্ক না পরায়, স্বাস্থ্যবিধি মেনে না চলায় এবং অন্যদের মাস্ক পরতে উৎসাহিত না করায়, অসন্তুষ্টি প্রকাশ করেছেন অনেক সমালোচক।


সিএনএন এর এক সাক্ষাৎকারে মার্কিন অ্যালার্জি এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডঃ অ্যান্থনি ফৌসি বলেন, মহামারীর এই কঠিন সময়ে এত জনগণের সামনে এভাবে নির্বাচনী প্রচার করা ঠিক হয়নি।


তিনি আরো বলেন, দেশে যে হারে করোনা বৃদ্ধি পাচ্ছে তাতে এভাবে নির্বাচনী প্রচার করার জন্য আরও বেশি খারাপ সময় এটি।


এ পর্যন্ত ৭৪ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। মারা গেছেন ২ লাখ ১০ হাজারের বেশি মানুষ।

সূত্র: বিবিসি
১৩ অক্টোবর ২০২০
এস এফ

আরো পড়ুন

স্পিকারের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন আসিফ নজরুল

Property Mortgage with BENECO Finance ll Who Benefits From The Stamp Duty Holiday?

মসজিদে ইফতার বিতরণ বাতিল যুক্তরাষ্ট্রে