24.5 C
London
August 13, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের আইনজীবী নুরুল মিয়ার ৪ মিলিয়ন পাউন্ড জরিমানা

যুক্তরাজ্যের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা ইতিহাসে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত আরোপিত সর্ববৃহৎ জরিমানা করেছে।

যুক্তরাজ্যে আইন পেশার ইতিহাসে নজিরবিহীন এক জরিমানার সম্মুখীন হয়েছেন নুরুল মিয়া, যিনি বন্ধ হয়ে যাওয়া কিংলি সলিসিটার্স নামক একটি কনসোলিডেটর ফার্মের ম্যানেজার ছিলেন। ক্লায়েন্টদের অ্যাকাউন্ট থেকে শত শত অননুমোদিত অর্থ স্থানান্তরের দায়ে তাকে প্রায় ৪ মিলিয়ন পাউন্ড জরিমানা এবং অতিরিক্ত £৪১,৬৭০ খরচ পরিশোধের নির্দেশ দিয়েছে সোলিসিটার্স রেগুলেশন অথরিটি (SRA)।

SRA এর তদন্তে উঠে এসেছে, নুরুল মিয়া তার নিজের সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নামে ৩১০টি অবৈধ অর্থ স্থানান্তর করেছিলেন, যা ব্যবহার হয় ঋণ শোধ ও ব্যক্তিগত সম্পত্তি কেনার কাজে। তদন্তকারীরা জাল ব্যাঙ্ক বিবরণীরও প্রমাণ পেয়েছেন, যা দিয়ে এই লেনদেন গোপন করা হয়েছিল।

এসব গুরুতর অনিয়মের কারণে ২০২০ সালে কিংলি সলিসিটার্সকে বন্ধ করে দেয় SRA। যদিও £২২.৫ মিলিয়ন ক্লায়েন্ট অর্থ নিরাপদ করা হয়, তারপরও প্রায় £১০ মিলিয়ন ঘাটতি রয়ে যায়।

এছাড়াও, নুরুল মিয়ার সহযোগী কনসালট্যান্ট লালু তিফরিতকে SRA এর অনুমতি ছাড়া কোনো আইন সংস্থায় কাজ করা থেকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। ফার্মের আর্থিক প্রশাসক কলিন বকিংহ্যাম এবং সলিসিটার সাইমন হাচেসনকেও জরিমানা ও বিধিনিষেধের মুখোমুখি হতে হয়েছে।

১৬টি অফিসে বিস্তৃত কিংলি সলিসিটার্স মূলত ছোট ছোট আইন ফার্ম কিনে একত্রিত হয়। প্রতিষ্ঠানটির পতনে প্রায় £১৬.৫ মিলিয়ন ক্ষতির মুখে পড়েন সাধারণ ঋণদাতারা।

SRA প্রধান পল ফিলিপ বলেন, ” নুরুল মিয়ার অসততা হাজারো মানুষের ক্ষতি করেছে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে ফার্ম বন্ধ করেছি, ক্লায়েন্টদের অর্থ রক্ষা করেছি এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি।”

এই নজিরবিহীন জরিমানার অর্থ যুক্তরাজ্যের ট্রেজারিতে যাবে। জরিমানার টাকা আদায়ের সম্ভাবনা থাক বা না থাক, SRA বিশ্বাস করে, শক্ত বার্তা পৌঁছে দেওয়াই এ ধরনের পদক্ষেপের মূল উদ্দেশ্য।

সূত্রঃ ল’ গেজেট

এম.কে
১৬ মে ২০২৫

আরো পড়ুন

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের প্রথম নারী মহাসচিব জারা মোহাম্মদ

ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার ঘোষণা লেবার পার্টির

লেবার পার্টির পক্ষে ব্যবসায়ী নেতাদের খোলা চিঠি, সরকার বিব্রত