17.6 C
London
September 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে:আকষ্মিক হামলার ঘটনা

যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে জানা যায়।

বুধবার ইমিগ্রেশন সেন্টারের ভিতরে বিক্ষোভের ঘটনা ঘটলে ইয়ার্ল’স উডে পুলিশ ডাকা হয়। সেন্টারে অবস্থান করা কর্মীরা রুমে ফিরে যেতে অস্বীকৃতি জানায় এবং ধস্তাধস্তিতে সেন্টারের দুইজন অফিসার আহত হন বলে জানা যায়।

একজন ডিটেইনি জানায় সংঘর্ষের ঘটনায় সেন্টারের দরজা এবং জানালার গ্লাস ভেঙে যায়। রিমুভাল সেন্টার পরিচালনাকারী সেরকো জানায় বর্তমানে পরিস্থিতি আয়ত্বে এসেছে।

বেডফোর্ডশায়ার পুলিশ জানায় রাত ৯:৪০ মিনিটে তাদের ডাকা হয় অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে। তবে কোনো ডিটেইনি পালাতে পারে নাই এবং কেউ হতাহত হয়েছে এমন রিপোর্ট ও পাওয়া যায় নাই।

তথ্যমতে জানা যায়, একই সেন্টারে এপ্রিলে একটি দাঙ্গা সংগঠিত হলে ১৩ জন লোক ইমিগ্রেশন রিমুভাল কেন্দ্র থেকে পালিয়ে যায়। এই কেন্দ্রটিকে অনিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে সংবাদপত্রের প্রতিবেদনে জানা যায়।

উল্লেখ্য যে, ২০০৭ সাল থেকে বেডফোর্ডশায়ারের মিল্টন আর্নেস্টে ইয়ার্ল’স উডে সেরকোর অধীনে এই ইমিগ্রেশন রিমুভাল সেন্টার পরিচালিত হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হোম অফিস জানায় ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে এই ধরনের মারামারির ঘটনা খুবই কদাচিৎ ঘটে। তাই নতুন করে এই সেন্টারের সমস্যা খতিয়ে দেখা হবে।

এম.কে
২৭ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

ব্রিটেনে উদ্বেগজনক হারে ঢুকছে অমেরুদণ্ডী প্রাণী

ব্রিটেনের দুর্নীতিবিরোধী কার্যালয়ের পদ থেকে টিউলিপকে অপসারণের দাবি

ভুয়া অভিবাসন পরামর্শদাতাদের বিরুদ্ধে যুক্তরাজ্যে কঠোর ব্যবস্থা