যুক্তরাজ্যের হারোগেটে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৭০ বছর বয়সী এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নর্থ ইয়র্কশায়ার পুলিশের কাছে খবর আসে, স্ট্রে রেইনের কাছে একটি গাড়ি রেললাইনের উপর পড়ে আছে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা দেখতে পায়, একটি সিলভার রঙের ভক্সওয়াগন গল্ফ (VW Golf) গাড়ি রেললাইনে পড়ে রয়েছে এবং গাড়ির ভিতরে একজন পুরুষ রয়েছেন। ঘটনাস্থলেই চালকের মৃত্যু নিশ্চিত করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি ইয়র্ক প্লেস দিয়ে চলছিল, এরপর হঠাৎই রাস্তা থেকে সরে গিয়ে রেললাইনের ঢালে গড়িয়ে পড়ে।
ঘটনার পর পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছে তথ্য চেয়ে আহ্বান জানিয়েছে। যাদের কাছে সেই সময়কার কোনও ড্যাশক্যাম ফুটেজ রয়েছে, তাদের দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে।
নর্থ ইয়র্কশায়ার পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যান্ডি নানস জানিয়েছেন, “আমরা নেটওয়ার্ক রেল ও ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছি যেন রেল চলাচলে বিঘ্ন না ঘটে। আমি নিহত চালকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং জনসাধারণের ধৈর্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।”
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এম.কে
২০ জুলাই ২০২৫