6 C
London
December 29, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের উত্তরে তীব্র শীতের কবলে নববর্ষ, ভারী তুষারপাতের সতর্কতা জারি

২০২৬ শুরুর আগেই কনকনে ঠান্ডা, ভারী তুষারপাতের পূর্বাভাস যুক্তরাজ্য মেট অফিসের।
নববর্ষের শুরুতেই যুক্তরাজ্যের বড় একটি অংশ তীব্র শীত ও ভারী তুষারপাতের মুখে পড়তে যাচ্ছে। মেট অফিস স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় তুষার ও বরফের জন্য ইয়েলো সতর্কতা জারি করেছে, যা ১ জানুয়ারি সকাল ৬টা থেকে ২ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে ঘন ঘন ও ভারী তুষারপাতের কারণে সড়ক ও রেল যোগাযোগে ব্যাঘাত ঘটতে পারে।

 

মেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল নাগাদ অনেক এলাকায় ২ থেকে ৫ সেন্টিমিটার তুষার জমতে পারে, স্থানীয়ভাবে তা ১০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ২০০ মিটারের বেশি উচ্চতার এলাকায় ১০ থেকে ২০ সেন্টিমিটার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে উঁচু পাহাড়ি সড়ক ও পাহাড়চূড়ায় এই সময়ের মধ্যে ৩০ সেন্টিমিটার বা তার বেশি তুষার জমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ইংল্যান্ডের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে অ্যাম্বার কোল্ড হেলথ অ্যালার্ট জারি করেছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (UKHSA), যা ৫ জানুয়ারি দুপুর পর্যন্ত বহাল থাকবে। এই অঞ্চলে তাপমাত্রা নেমে আসতে পারে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসে। সংস্থাটি সতর্ক করেছে, এই শীতল আবহাওয়া স্বাস্থ্য ও সামাজিক সেবাখাতে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে এবং দীর্ঘমেয়াদি অসুস্থতা আছে এমন ব্যক্তি ও ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুঝুঁকি বাড়তে পারে।

যুক্তরাজ্যের অন্যান্য অঞ্চলেও শীতের প্রভাব বাড়ছে। পূর্ব ও পশ্চিম মিডল্যান্ডস, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, ইস্ট অব ইংল্যান্ড, ইয়র্কশায়ার অ্যান্ড দ্য হাম্বার এবং লন্ডনে ইয়েলো কোল্ড হেলথ অ্যালার্ট জারি রয়েছে। এসব এলাকায় নতুন বছরের দিন থেকে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, যা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মেট অফিস জানিয়েছে, ২০২৫ সালের শেষ কয়েক দিন তুলনামূলকভাবে মৃদু থাকলেও ২০২৬ শুরুর সঙ্গে সঙ্গেই আবহাওয়ার নাটকীয় পরিবর্তন ঘটবে। বিশেষ করে উত্তর যুক্তরাজ্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে শীতল ও তুষারময় বৃষ্টির প্রবণতা বাড়বে। মেট অফিসের পূর্বাভাসবিদ ড্যান স্ট্রাউড বলেন, স্থিতিশীল ঠান্ডা আবহাওয়া সরে গিয়ে আরও অস্থির ও শীতকালীন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়বে উত্তরাঞ্চলে

UKHSA আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে শুধু বয়স্করাই নয়, তরুণরাও প্রভাবিত হতে পারেন এবং বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ার আশঙ্কা রয়েছে। হাসপাতাল ও কেয়ার হোমে ঘরের তাপমাত্রা সুপারিশকৃত ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার ঝুঁকির কথাও উল্লেখ করেছে সংস্থাটি। পাশাপাশি ভ্রমণ বিঘ্নের কারণে জনবল সংকট দেখা দিতে পারে এবং পরিবহন ও জ্বালানি খাতেও প্রভাব পড়তে পারে।

চরম আবহাওয়া ও স্বাস্থ্য সুরক্ষা বিভাগের প্রধান ড. আগোস্তিনহো সুসা বলেন, ঠান্ডা আবহাওয়া শুরু হলে ঝুঁকিপূর্ণ বন্ধু, পরিবার ও প্রতিবেশীদের খোঁজ নেওয়া অত্যন্ত জরুরি। তার মতে, এই তাপমাত্রা হৃদ্‌রোগ, স্ট্রোক ও শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে, বিশেষ করে প্রবীণ ও অসুস্থদের ক্ষেত্রে।

আলঝেইমারস সোসাইটিও সতর্কতা দিয়েছে যে, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে। তারা অনেক সময় ঠান্ডা অনুভব করলেও তা বুঝতে বা প্রকাশ করতে পারেন না। সংস্থাটি সবাইকে আহ্বান জানিয়েছে, এ ধরনের ব্যক্তিরা যেন উষ্ণ পোশাক পরেন, গরম ঘরে থাকেন এবং নিয়মিত খাওয়া-দাওয়া ও চলাফেরা করেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে প্রথম অবৈধ ওজন কমানোর ওষুধ কারখানা ধ্বংস, উদ্ধার লক্ষাধিক ইনজেকশন পেন

জেনে নিন ব্রিটেনের কোন কোন অঞ্চলে ‘টিয়ার-৪’ কার্যকর হচ্ছে

নিউজ ডেস্ক

ব্রিটিশদের বিশেষ ভ্যাকসিন পাসপোর্ট!

অনলাইন ডেস্ক