2.1 C
London
January 12, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের প্রথম নিরাপদ মাদক সেবন কেন্দ্র চালু

যুক্তরাজ্যের প্রথম নিরাপদ মাদক সেবন কেন্দ্র “দ্য থিসেল” ১৩ জানুয়ারি, সোমবার গ্লাসগোতে চালু হতে যাচ্ছে।

এই কেন্দ্রটি হান্টার স্ট্রিট হেলথ অ্যান্ড কেয়ার সেন্টারে অবস্থিত এবং প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত, সারা বছর চালু থাকবে।

বিশ্বজুড়ে নিরাপদ মাদক সেবন কেন্দ্র (SDCF) কয়েক দশক ধরে চালু রয়েছে। গবেষণায় দেখা গেছে, এই ধরনের কেন্দ্র মাদকজনিত মৃত্যুর হার কমাতে এবং জনস্বাস্থ্যের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে। এখানে লোকেরা নিজের সংগ্রহ করা মাদক (যা এই কেন্দ্রে সরবরাহ বা বিক্রি করা হয় না) পরিষ্কার ও নিরাপদ পরিবেশে, চিকিৎসা তত্ত্বাবধানে গ্রহণ করতে পারে। পাশাপাশি তারা বিভিন্ন চিকিৎসা ও সহায়তা সেবা পেতে পারে।

গ্লাসগো ২০১৬ সাল থেকে একটি নিরাপদ মাদক সেবন কেন্দ্র চালুর আহ্বান জানিয়ে আসছে। HIV এর বড় আকারের প্রাদুর্ভাবের পর এক তদন্তে দেখা যায়, এই প্রাদুর্ভাবের সাথে প্রকাশ্যে মাদক সেবনের সংযোগ রয়েছে। ওই প্রতিবেদনে প্রতিদিন ৪০০-৫০০ জন লোকের প্রকাশ্যে মাদক সেবনের সমস্যার সমাধানে নিরাপদ মাদক সেবন কেন্দ্র চালুর সুপারিশ করা হয়।

গ্লাসগো সিটির কাউন্সিলর অ্যালান কেসি বলেছেন,
“আমরা দীর্ঘদিন ধরে একটি নিরাপদ মাদক সেবন কেন্দ্রের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা জানি, অন্যান্য দেশগুলির অভিজ্ঞতা থেকে, এই কেন্দ্রগুলি আসক্তদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এবং জরুরি পরিষেবাগুলোর ওপর চাপ কমায়। এটি একটি চমৎকার সমাধান না হলেও, এটি মাদকজনিত অতিরিক্ত মাত্রায় মৃত্যুর হার, ইনজেকশনজনিত সংক্রমণ এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক হবে।”

“দ্য থিসেল” সম্পর্কে বিস্তারিত

পরিসেবা:

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা।

৮টি ইনজেকশন বুথ (দুটি হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য উপযোগী)।

মাদক গ্রহণ পরবর্তী পুনরুদ্ধার এলাকা।

পরামর্শের জন্য ব্যক্তিগত কক্ষ এবং চিকিৎসা সুবিধা।

এই কেন্দ্রে একটি বহুমুখী দল যেখানে নার্স, মনোবিজ্ঞানী, সামাজিক কর্মী এবং চিকিৎসা কর্মী অন্তর্ভুক্ত থাকবে। তারা মাদক সেবন সম্পর্কিত ঝুঁকি কমাতে সহায়তা প্রদান করবে।

অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সাথে আলোচনা করে কেন্দ্রটি ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

এই কেন্দ্রের মূল লক্ষ্য হলো;

মাদকজনিত মৃত্যুর হার কমানো।

HIV সংক্রমণ রোধ করা।

স্থানীয় এলাকায় মাদকজনিত বর্জ্য ও অপরাধ কমানো।

সেবাগ্রহীতাদের জীবনমান উন্নতিতে সহায়তা করা।

স্কটিশ সরকার ২০২৪/২৫ অর্থবছরে এই কেন্দ্রের জন্য £২.৩ মিলিয়ন পাউন্ড বার্ষিক বাজেট বরাদ্দ করেছে।

“দ্য থিসেল” স্থানীয় এলাকায় এবং এর ব্যবহারকারীদের ওপর কী ধরনের প্রভাব ফেলে তা নিরীক্ষণ ও মূল্যায়ন করা হবে।

কাউন্সিলর কেসি বলেছেন,“ মানুষকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন এবং তত্ত্বাবধানে থাকা পরিবেশে মাদক গ্রহণের সুযোগ দেওয়া মাদকজনিত মৃত্যুর হার কমাতে এবং জনস্বাস্থ্যের উন্নতিতে অপরিহার্য ভূমিকা পালন করবে।”

সূত্রঃ বিবিসি

এম.কে
১২ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

আধুনিক দাসত্বঃ সুরক্ষা দিচ্ছে যুক্তরাজ্য

আপনি কি ব্রেক্সিটের পর ইইউ পাসপোর্টের আবেদন করেছেন?

অনলাইন ডেস্ক

আশ্রয়প্রার্থীদের আবাসন নিয়ে বৃটেন ও ইউরোপ জোরে নেয়া হচ্ছে নানা বিতর্কিত পরিকল্পনা