15.1 C
London
July 21, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের বিমানবন্দরের সুরক্ষা ব্যবস্থাকে আবারও ফাঁকি দিয়েছে এক ব্যক্তি

যুক্তরাজ্যের বিমানবন্দরের সুরক্ষা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। গ্যাটউইক এয়ারপোর্টের সুরক্ষা ব্যবস্থা এড়িয়ে আজ বিমানে উঠতে সক্ষম হয় একজন যাত্রী। উড়োজাহাজে উঠতে পাসপোর্ট বা বোর্ডিং পাস কোনো কিছুরই প্রয়োজন হয় নাই ঐ যাত্রীর। এক সপ্তাহের মধ্যে এটি একই ধরনের দ্বিতীয় ঘটনা।

ডেনিশের রাজধানী কোপেনহেগেনে উদ্দেশ্যে যাওয়া নরওয়েজিয়ান এয়ার ফ্লাইটে পাসপোর্ট ও টিকেট বা বোর্ডিং পাস ছাড়াই চড়ে বসে ব্যক্তিটি। তবে উড়োজাহাজের ক্রু মেম্বারদের যাত্রীর উপর সন্দেহ হলে পরবর্তীতে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

গত সোমবার ক্রেইগ স্টুয়ার্ট নামের একজন ব্যক্তি একইভাবে পাসপোর্ট বা বোর্ডিং পাস ছাড়াই যুক্তরাজ্য থেকে নিউইয়র্ক পর্যন্ত যাত্রা কর‍তে সক্ষম হয়েছিল। যার কারণে যুক্তরাজ্যের বিমানবন্দরের সুরক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে হোম অফিস।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে বিমানবন্দরে সুরক্ষা ব্যবস্থায় ঘাপলা আছে। তাছাড়া অনেক ক্ষেত্রেই চামড়ার রংকে গুরুত্ব দেয়া হয়। অপরাধী বলতেই বাদামি বা কালো চামড়াকে টার্গেট করা হতেই এইসব সমস্যার সৃষ্টি।

উল্লেখ্য যে, নরওয়েজিয়ান এয়ার ফ্লাইট হতে ব্যক্তিকে অপসারণ করার পরে সকল যাত্রীদের সাময়িকভাবে উড়োজাহাজ হতে নামিয়ে দেয়া হয়। সমস্ত বিমানে চেকিং শেষ করার পর তাদের বিমানটি পুনরায় বোর্ড করার অনুমতি দেওয়া হয়।

সাসেক্স পুলিশ নিশ্চিত করেছে যে পুলিশ কর্মকর্তারা রাত ১২.১৫ টায় লোকটিকে বিমান থেকে সরিয়ে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ফৌজদারি মামলাও রুজু হয় নাই বলে জানা যায়।

সূত্রঃ দ্য সান

এম.কে
১৮ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

রেকর্ড সংখ্যক এনএইচএস কর্মীর পদত্যাগ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে অনলাইনে ছুরি কেনার ক্ষেত্রে বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু হতে যাচ্ছে

যুক্তরাজ্যে সকল ধরনের বেনিফিট বাড়ার ঘোষণা দিয়েছে সরকার