16.2 C
London
October 8, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিক মন্ত্রীত্ব হারানোর শঙ্কায়

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় টিউলিপ সিদ্দিক দূর্নীতির দায়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। দুর্নীতির অভিযোগ ও পদচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের বিষয়ে যুক্তরাজ্যের নৈতিক দপ্তরে রিপোর্ট করেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

যুক্তরাজ্য সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য সরকারের স্বাধীন নৈতিক উপদেষ্টার কাছে রিপোর্ট করেছেন। তার সম্পর্কে অভিযোগ রয়েছে এবং তিনি পদচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পর্কিত এবং দুর্নীতির সঙ্গেও যুক্ত।

অর্থনৈতিক অপরাধ মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে প্রশ্নের সম্মুখীন করা হয়েছে। তার খালা শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে গত বছর হওয়া প্রতিবাদের পর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। এই ঘটনা নিয়ে প্রশ্ন ওঠার পর, স্ট্যান্ডার্ডস ওয়াচডগ স্যার লরি ম্যাগনাস সমস্ত ঘটনার উপর তদন্ত করবেন বলে তথ্যমতে জানা যায়।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি তার খালা শেখ হাসিনাকে £৫.২ বিলিয়ন পাউন্ডের মতো অর্থ সরাতে সহায়তা করেছেন। যার মধ্যে ছিল আটটি বড় প্রকল্প, এরমধ্যে রাশিয়ার সাথে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ও ছিল।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি সংক্রান্ত বিশাল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

এছাড়া, খবর প্রকাশিত হয়েছে টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিল তার খালা শেখ হাসিনার আওয়ামীলীগ দলের সঙ্গে যুক্ত এক ব্যক্তির পক্ষ থেকে। টিউলিপ সিদ্দিকের কাছে আরও একটি প্রপার্টি রয়েছে, যা তার বোনের জন্য শেখ হাসিনার শাসনামলে এক সমর্থক বিনামূল্যে প্রদান করেছিলেন। যা ঘুষের জন্য হতে পারে বলেও খবরে জানা যায়।

টিউলিপ সিদ্দিকের পদত্যাগের জন্য চাপ বাড়ার পর, স্যার কিয়ার স্টারমার নিশ্চিত করেছেন টিউলিপ নিজেই নৈতিক উপদেষ্টার কাছে রিপোর্ট করেছেন।

টিউলিপের বিরুদ্ধে আরো অভিযোগ এসেছে যে তিনি এবং তার পরিবার শেখ হাসিনার শাসনকালে দুর্নীতি থেকে উপকৃত হয়েছেন, তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলাদেশের নতুন প্রশাসন শেখ হাসিনাকে দুর্নীতি, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে, যার মধ্যে অন্তত ৮০০ প্রতিবাদকারীর মৃত্যুও রয়েছে।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা সিদ্দিক এবং তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। যারা ১৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের শাসক হিসাবে ছিলেন এবং এক জন বিক্ষোভের মুখে দেশ থেকে পালাতে বাধ্য হয়।

এছাড়া, রুশ রাষ্ট্রীয় সমর্থিত প্রতিষ্ঠান রোসাটমের দ্বারা নির্মিত পারমাণবিক প্রকল্পের চুক্তি এক দশক আগে ক্রেমলিনে স্বাক্ষরিত হয়েছিল। যেখানে টিউলিপ সিদ্দিক, তার খালা এবং ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে
০৬ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

What does Budget 2021 mean for the housing market?

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে বেনিফিট জালিয়াতি বন্ধে আসছে নতুন ক্র‍্যাক ডাউন

পাকিস্তানকে ধবলধোলাই করে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের