12.8 C
London
September 13, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ভারতীয় রেস্টুরেন্টে খাবার খেয়ে অসুস্থ ১১ জন

ম্যানচেস্টারের ট্র্যাফোর্ডে এক ভারতীয় রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর অন্তত ১১ জন অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সেল এলাকার জনপ্রিয় ভারতীয় কারি হাউস ডোসা কিংসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স। উত্তর-পশ্চিম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, অসুস্থদের মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হলেও কারও অবস্থা গুরুতর নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

ম্যানচেস্টার ইভনিং নিউজের তথ্যমতে, রেস্টুরেন্টে পরিবেশিত খাবার থেকেই অসুস্থতার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা সম্ভাব্য উৎস হিসেবে যামস নামের এক ধরনের মূল জাতীয় সবজির দিকে নজর দিচ্ছেন।

ঘটনার পর স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও খাদ্য নিরাপত্তা বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করেছে। রেস্টুরেন্টের খাদ্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১২ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে বেনিফিট জালিয়াতি বন্ধে আসছে নতুন ক্র‍্যাক ডাউন

বিদেশ থেকে কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা ওমরায় যেতে পারবেন

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন বরিস জনসন

অনলাইন ডেস্ক