14.5 C
London
September 8, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীর কিশোরীকে বিয়ের প্রস্তাবঃ এসেক্স আদালতে শুনানি

অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের পর লন্ডনের এসেক্সের ইপিং এলাকায় বেল হোটেলে অবস্থান করছিলেন ৪৬ বছর বয়সী হাদুস। সেখানে থেকে তিনি গত জুলাই মাসে ১৪ বছরের এক কিশোরীকে স্ত্রী হওয়ার প্রস্তাব দেন। শুধু তাই নয়, ওই কিশোরীকে পিৎজা খাওয়ানোর লোভ দেখানো ছাড়াও ভবিষ্যতে সন্তানের মা হওয়ার প্রস্তাবও দেন।
ঘটনার পর বিষয়টি প্রকাশ্যে আসলে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। তদন্তে পর্যাপ্ত প্রমাণ মেলায় হাদুসকে আদালতে হাজির করা হয়।

আজ ৪ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে হাদুস নিজের অপরাধ স্বীকার করেছেন। আদালত সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এর জন্য উপযুক্ত সাজা দেওয়া হবে।

যুক্তরাজ্যে শিশু সুরক্ষা আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কাউকে বিয়ে বা অনুরূপ সম্পর্কের প্রস্তাব দেওয়া অপরাধ হিসেবে বিবেচিত। এই ধরনের অপরাধে দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি হতে পারে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্য সরকার ভাড়াটিয়াদের বেনিফিট কাটার অনুমতি দেওয়া ডিডব্লিউপি প্রোগ্রাম বাতিল করেছে

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও বরিস জনসন বিতর্কিত মামলায় ফেঁসে যাচ্ছেন

লন্ডনের কারাগার থেকে পালানো ব্রিটিশ সেনা ‘গোপন তথ্য দিয়েছে ইরানকে’