TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে অবৈধ প্রবেশে সহায়তাঃ পাচারকারী হাসানের স্বীকারোক্তি

ফ্রান্স থেকে যুক্তরাজ্যে অবৈধভাবে মানুষ পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৭ বছর বয়সী রাস্টি হাসান আদালতে অপরাধ স্বীকার করেছেন। প্লাইমাউথ ক্রাউন কোর্টে শুনানিতে জানানো হয়, তিনি একটি নৌযাত্রার মাধ্যমে প্রাপ্তবয়স্ক ও শিশুদের ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে রাস্টি হাসান অন্যদের সঙ্গে মিলে এই পাচারের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন। এই সময়ে তিনি এমন এক নৌযাত্রার আয়োজন করেন, যেখানে যুক্তরাজ্যের নাগরিক নন এমন কয়েকজন প্রাপ্তবয়স্ক ও শিশু ছিল।
২০২৪ সালের সেপ্টেম্বরে ডেভনের বেরি হেড থেকে ১০ মাইল দূরে একটি নৌকায় তিনি আরও আটজনের সঙ্গে আটকে পড়েন। পরে আরএনএলআই দলের সদস্যরা তাদের উদ্ধার করে। আদালত তাকে হেফাজতে পাঠিয়েছে এবং আগামী আগস্টে তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।
সূত্রঃ বিবিসি
এম.কে
২৯ জুলাই ২০২৫

আরো পড়ুন

জরুরি ভিত্তিতে গ্যাটউইক বিমানবন্দরের দক্ষিণ টার্মিনাল খালি করা হলো

ভিসা টেকাতে যুক্তরাজ্যে নির্যাতনের মুখেও নীরব অভিবাসী সেবাকর্মীরা

লন্ডনে ‘কিল দ্য বিল’ বিক্ষোভে শতাধিক গ্রেপ্তার