4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে আত্মহত্যা কমাতে প্যারাসিটামল বিক্রি সীমিত করার পরিকল্পনা

যুক্তরাজ্য সরকার আত্মহত্যায় মৃত্যুর পরিমাণ কমাতে প্যারাসিটামলযুক্ত ওষুধের সহজলভ্যতা সীমিত করার পরিকল্পনা করছে।

বিশ্ব সংবাদমাধ্যম জানিয়েছে, এটি সম্প্রতি উন্মোচিত জাতীয় আত্মহত্যা প্রতিরোধ কৌশলের অংশ। সর্বশেষ এই ধরণের কৌশল ১০ বছরেরও বেশি আগে প্রকাশিত হয়েছিল। দেশটির চিকিৎসা বিশেষজ্ঞদের মতে দোকানে প্যারাসিটামল কেনার সংখ্যা হ্রাস করা উচিত। এই হ্রাসের কারণে যুক্তরাজ্যে আত্মহত্যার হার কমাতে সাহায্য করতে পারে কিনা তা পর্যালোচনা করতে বলেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

ক্যামব্রিজ ইউনিভার্সিটির ২০১৮ সালের একটি গবেষণায় বলা হয়েছে, প্যারাসিটামল হলো যুক্তরাজ্যে ব্যাথার জন্য ব্যবহৃত সবচেয়ে সাধারণ ওষুধ এবং এটি লিভারের মারাত্মক ক্ষতি করে। গবেষণাটিতে ৮০ জন রোগীর ডেটা বিশ্লেষণ করা হয়েছিল।

বর্তমানে লোকেরা দোকান থেকে সর্বাধিক দুই প্যাকেট প্যারাসিটামল কিনতে পারে। যেখানে ৫০০ মিলিগ্রামের ১৬ টি ট্যাবলেট থাকে। কিন্তু সরকার মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সিকে এই বিষয়ে আরও অধিকতর বিবেচনা করতে বলেছে।

দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বলেছে, যুক্তরাজ্যে প্রতি বছর ৫০০০ জনেরও বেশি মানুষ আত্মহত্যা করে মারা যায়।

এম.কে
১৩ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ রয়েছে বাংলাদেশে

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ক্যানসার চিকিৎসায় ৭ মিনিটের ইনজেকশন

ছোটখাটো মামলার বিচারে আনা হচ্ছে বড়সড় পরিবর্তন

অনলাইন ডেস্ক